নয়াদিল্লি: রাশিয়ার তেল কেনার জন্য ভারতের প্রতি রুষ্ট আমেরিকা। ভারতের উপর চড়া শুল্ক ও জরিমানা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত যদিও রাশিয়ার সঙ্গে বহু দশক পুরনো সম্পর্কের কথা তুলে ধরছে, ভারতের বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেছে বলে খবর। এমনকি তাঁর কানেও সেই খবর পৌঁছেছে বলে জানিয়েছেন ট্রাম্প। (Russian Oil)
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, গত সপ্তাহ থেকেই রাশিয়ার থেকে অশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে একাধিক তৈল শোধনকারী সংস্থা। সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা Indian Oil Corp, Hindustan Petroleum Corp, Bharat Petroleum Corp, Mangalore Refinery Petrochemical Ltd. গত এক সপ্তাহে তারা রাশিয়ার থেকে তেল কেনেনি। (India Halts Russian Oil Import)
রয়টার্স জানিয়েছে, ওই চার সংস্থা এতদিন নিয়মিত রাশিয়ার থেকে তেল কিনে আসছিল। রাশিয়া থেকে তাদের সংস্থায় সরাসরি পৌঁছে যেত তেল। এই মুহূর্তে রাশিয়ার পরিবর্তে তারা পশ্চিম এশিয়ার সংস্থাগুলির থেকে তেল কিনতে আগ্রহী। সেই তালিকায় রয়েছে আবু ধাবির Murban Crude, West African Oil.
বেসরকারি সংস্থাগুলির মধ্যে রাশিয়ার থেকে এতদিন সবচেয়ে বেশি তেল কিনত Reliance Industries, Nayara Energy. কিন্তু রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনত সরকারি তৈল শোধনকারী সংস্থাগুলিই, ২৫ লক্ষ ব্যারেলের প্রায় ৬০ শতাংশ। Indian Oil Corporation-এর অধীনে ভারতের ১০টি তৈল শোধনাগার রয়েছে।
২০২২ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নতুন করে সংঘাত এবং যুদ্ধ শুরু হলে, তাদের তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। নিষেধাজ্ঞার জেরে ইউরোপীয় বাজার রাশিয়ার হাতছাড়া হলেও, ভারতকে তেল বেচে পুষিয়ে যাচ্ছিল তাদের। বৃহত্তম ক্রেতা হিসেবে ভারতকে তেলের দামে ছাড়ও দিচ্ছিল তারা। কিন্তু ভারতের Nayara Energy সংস্থায়, রাশিয়ার Rosneft-এর অংশীদারিত্ব রয়েছে। এর ফলে Nayara Energyইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় চলে এসেছে।
যে সময় ভারতীয় সংস্থাগুলি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার জন্য লাগাতার ভারতকে সতর্ক করে আসছিল আমেরিকা। কিন্তু আর হুঁশিয়ারি বা সাবধানবার্তা নয়, সরাসরি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনায় বাড়তি জরিমানাও দিতে হবে বলে জানিয়েছেন।