নয়াদিল্লি: বর্তমান রমরমিয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। তবে এই সিরিজ় শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের নতুন মরশুম। দলীপ ট্রফি (Duleep Trophy 2025) দিয়েই এবারের মরশুম শুরু হবে। সেই টুর্নামেন্টের জন্য ১৫ জনের পূর্বাঞ্চল দল বেছে নিলেন নির্বাচকরা। এই দলের নেতৃত্বে রয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে দলের সবথেকে বড় চমক সম্ভবত মহম্মদ শামি (Mohammed Shami)। প্রায় নয় মাস পরে দলীপ ট্রফির মাধ্যমেই প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে চলেছেন তারকা ফাস্ট বোলার।

সাম্প্রতিক সময়ে চোট আঘাতে ভুগেছেন শামি। দুই বছর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে আর ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটই খেলেননি তিনি। তবে ভারতীয় টেস্ট দলে ফেরার বড় সুযোগ শামির সামনে। আসন্ন দলীপ ট্রফিতে নিজের ফর্ম এবং ফিটনেস প্রমাণের সুযোগ পাচ্ছেন বাংলার তারকা ফাস্ট বোলার। গত বছর বাংলার হয়েও রঞ্জি খেলেছিলেন শামি। এবার তাঁর সামনে লাল বলের ক্রিকেটে নিজের প্রমাণ করার আরও এক হাতছানি। 

পূর্বাঞ্চলের নেতৃত্বের দায়ভার দেওয়া হয়েছে ঈশান কিষাণকে। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুই ইনিংসে দুই অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ঋষভ পন্থের বদলি হিসাবেও তাঁর ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পাওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে ঈশান নিজেই সরে দাঁড়ান। কিন্তু লাল বলের ক্রিকেটে আবারও নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে দলীপ ট্রফি ঈশানের জন্য বড় মঞ্চ হয়ে উঠতে পারে। অপরদিকে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলের অংশ ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি ভারতীয় 'এ' দলকেও ইংল্যান্ডে নেতৃত্ব দিয়েছেন। তবে অনেকেই চমকে দিয়ে পূর্বাঞ্চলের নির্বাচকরা তাঁকে নেতা নয়, দলের সহ-অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছেন। 

পূর্বাঞ্চলের দলে বাংলার প্রতিনিধিত্ব এখানেই শেষ নয়। শামি তো আছেন পাশাপাশি দলের ফাস্ট বোলিং লাইন আপের ধার বাড়াতে একদিকে যেখানে মুকেশ কুমারের মতো ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা রয়েছেন, তেমনই দলে রয়েছেন চলতি ইংল্যান্ড সিরিজ়ে ভারতীয় দলের হয়ে মাঠে নামা আকাশ দীপও। এছাড়াও অলরাউন্ডার সূরয সিন্ধু জয়সওয়াল সুযোগ পেয়েছেন দলে। তবে গত মরশুমে বাংলার হয়ে রঞ্জিতে সর্বাধিক রান করা সুদীপ চট্টোপাধ্যায় দলে নেই। সুদীপ কুমার ঘরামিও দলের রিজার্ভই জায়গা পেয়েছেন।

পূর্বাঞ্চলের দলের দিকে অনেকেই নজর রেখেছিলেন একটি কারণে। ইংল্যান্ডে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফর্ম করা, আইপিএল কাঁপানো বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) দলে ডাক পান কি না। সেই আশা সম্পূর্ণভাবে পূরণ হল। বৈভব স্কোয়াডে তো আছেন, তবে প্রাথমিক নয়, তাঁকে রিজার্ভে রাখা হয়েছে। তাঁরা রাজস্থান রয়্যালস সতীর্থ রিয়ান পরাগ অবশ্য প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। ২৮ অগাস্ট বেঙ্গালুরুতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পূর্বাঞ্চল নিজেদের দলীপ ট্রফি অভিযান শুরু করবে।