মুম্বই : তথ্য-প্রযুক্তি থেকে শুরু করে ওষুধ-সংবাদমাধ্যমের মতো সেক্টরে দেদার বিক্রি। সপ্তাহের প্রথম দিনেই ধাক্কা স্টক মার্কেটে। 


২৪১.৩০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ পতনের জেরে দিনের শেষে সেনসেক্স (Sensex) থামল ৭৭,৩৩০.০১ পয়েন্টে। অন্যদিকে, ৭৮.৯০ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ পতনে নিফট দাঁড়াল ২৩,৪৫৩.৮০ পয়েন্টে। 


নিফটি ব্যাঙ্ক বেড়ে দাঁড়ায় ১৮৪.২৫ পয়েন্ট বা ০.৩৭ শতাংশে। দিনান্তে ট্রেডিং শেষের সঙ্গে সঙ্গে খুব অল্প ১.৭০ পয়েন্ট লাভ দেখা যায় নিফটি মিডক্যাপ ১০০ সূচকে। যার জেরে এটি থামে ৫৪,০৪৪.৮০ পয়েন্টে। 
অন্যদিকে, নিফটি স্মলক্যাপ ১০০ সূচক দিন শেষে বন্ধ হয় ১৭,৫০৭.২৫ পয়েন্টে। ৯৩.৮০ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ পতন লক্ষ্য করা যায়।


এদিন নিফটির তথ্যপ্রযুক্তি, ওষুধ, সংবাদমাধ্যম , শক্তি, পরিকাঠামো, স্বাস্থ্য-ব্যবস্থার মতো ক্ষেত্রে ব্যাপক বিক্রির ছবি ধরা পড়ে। অন্যদিকে, অটো, পিএসইউ ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, মেটাল, রিয়ালটি ও প্রাইভেট ব্যাঙ্ক সেক্টরে চলে কেনাকাটা। 


সেনসেক্সে টপ লুজার কারা হল ?


টিসিএস, ইনফোসিস, এনটিপিসি, এইচসিএল টেক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, বাজাজ ফিনসার্ভ, সান ফার্মা, ইন্দাসইন্দ ব্যাঙ্ক ও রিলায়্যান্স।


টপ গেনার কারা হল ?


টাটা স্টিল, হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড, নেসলে ইন্ডিয়া, এম অ্যান্ড এএমপি, এসবিআই ও আদানি পোর্টস।


বম্বে স্টক এক্সচেঞ্জে দিনের শেষে ১৬১৭ স্টকের ট্রেড ছিল সবুজ গ্রাফে, রক্তক্ষরণ দেখা যায় ২৪৭৯ স্টকে। ১২৮টি স্টকে কোনো বদল পরিলক্ষিত হয়নি। বাজার-বিশেষজ্ঞরা বলছেন, মার্কেটে একত্রীকরণ চলছে। রোজগারের বৃদ্ধিতে মন্থর গতি দেখা গেছে। অন্যদিকে, মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে দুর্বল হয়েছে রুপি। 


আইটি স্টকে আজ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। LKP সিকিউরিটিজের যতীন ত্রিবেদী বলছেন, মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা ভোটের কারণে বিক্রির চাপ সীমিত হবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে