কলকাতা: লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ ৬ রাজ্যে ইডির হানায় উদ্ধার টাকার পাহাড়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় ও পাঞ্জাবে হানা দিয়ে বিপুল টাকা উদ্ধার। 'ম্যারাথন তল্লাশিতে নগদ ১২ কোটি ৪১ লক্ষ টাকা উদ্ধার। উদ্ধার হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ টাকা ফিক্সড ডিপোসিট সার্টিফিকেট', সোশাল মিডিয়ায় টাকার ছবি পোস্ট করে দাবি ইডির। সূত্র মারফত খবর, কলকাতায় ৩ দিনের তল্লাশিতেই উদ্ধার হয়েছিল প্রায় ৩ কোটি টাকা।


লটারি-কেলেঙ্কারির তদন্তে, কলকাতা-সহ বিভিন্ন জায়গায়, ম্য়ারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার লেক রোড, লেক মার্কেট এলাকা থেকে উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। তল্লাশিতে নগদ প্রায় ন'কোটি উদ্ধার হয়েছে বলে এজেন্সি সূত্রে দাবি। টাকা গুনতে আনা হয় একাধিক মেশিন। লটারিকাণ্ডে ED-হানা - লেক রোডে অভিযান - মাইকেল নগরে তল্লাশি - প্রায় ৯ কোটির 'হদিশ'পড়ুয়াদের ট্য়াব কেনার প্রকল্পে জালিয়াতি।


গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতি। একের পর এক অভিযোগ ঘিরে বাংলায় যখন তোলপাড় চলছে, তখনই এই কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ! এবার সামনে এল লটারি-কেলেঙ্কারি! ED-র ম্য়ারাথন তল্লাশিতে উদ্ধার হল প্রায় ৯ কোটি টাকা।সূত্রের দাবি,  দিল্লি থেকে কলকাতায় আসেন । ED-র ইনভেস্টিগেশন হেড কোয়ার্টার জোন ওয়ানের অফিসাররা। দলে দলে ভাগ হয়ে তাঁরা অপারেশনে ছড়িয়ে পড়েন সাতটি জায়গায়। 


এর মধ্য়ে রয়েছে লেক মার্কেট এলাকা, লেক রোড, সাউথ সিটি, ভবানীপুর,উত্তর ২৪ পরগনার বিরাটি, মাইকেল নগর।এবছর লোকসভা ভোটের আগে সাড়া ফেলে দিয়েছিল, নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচনী বণ্ডের তথ্য়! সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্যে সামনে এনেছিল, তাতে দেখা যায়, রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ‘ফিউচার গেমিং’। 


আরও পড়ুন, গঙ্গা-ভাঙনের জন্য BJP-কে দায়ী করলেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা ! 'পয়সা দিচ্ছে না কেন্দ্র..'


এই সান্তিয়াগো মার্টিন এবং তাঁর ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে তেড়েফুঁড়ে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। এই সংস্থাই ডিয়ার লটারি চালায়। ইডির একটি টিম পৌঁছে যায়। লেক মার্কেট এলাকার এই আবাসনে। সূত্রের দাবি, এখান থেকেই বহু কোটি টাকার হদিশ মেলে। টাকা গুনতে আনা হয় মেশিন! ED অফিসাররা পৌঁছে গেছিলেন উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের এই গুদামে। 
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।