Indian Share Market: নতুন নতুন মাইলফলক ছুঁয়ে ফেলছে ভারতের শেয়ার বাজার। এই প্রথম বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির (Stock Market Record High) বাজার মূলধন ছাড়িয়ে গেল ৫ ট্রিলিয়ন ডলারের সীমা। BSE-তে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন ৪১৪.৬২ লক্ষ কোটি টাকায় বন্ধ হয়েছে গতকালের বাজারে। এর আগে ২৯ নভেম্বর প্রথম ভারতের শেয়ার বাজার প্রথমবারের জন্য ছুঁয়ে ফেলেছিল ৪ ট্রিলিয়নের সীমা। মাত্র ৬ মাসেই বিপুল লাফ দিয়েছে বাজারের মূলধন। বিনিয়োগকারীদের মনে ভরসা যোগাচ্ছে এই পরিসংখ্যান।


নয়া উচ্চতায় বাজার মূলধন


গতকাল মঙ্গলবার ২১ মে মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে বিপুল কেনাকাটার কারণে ভারতের স্টক মার্কেটের বাজার মূলধন বন্ধ হয় ৪১৪.৬২ লক্ষ কোটি টাকায়। এমনকী ডলারের প্রেক্ষিতে ভারতের বাজার মূলধনও (Stock Market Record High) চালিত হয়েছিল বলা চলে। যদিও বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি তাঁদের সর্বকালীন উচ্চতার নীচে ট্রেড করছে এখন।


মোদি-শাহের বক্তব্যেই বিপুল সাড়া


ভারতের শেয়ার বাজারের মূলধন যে হারে বেড়েছে তা ভাবা যায় না। গত বছর ২৯ নভেম্বর ২০২৩-এ প্রথম ভারতের বাজার মূলধন ৪ ট্রিলিয়ন ডলারের সীমা পেরিয়ে গিয়েছিল। সেটা ছিল একটা ঐতিহাসিক লক্ষ্যপূরণ। এর মাত্র ৬ মাসের মধ্যেই গতকাল ভারতের বাজার মূলধন (Stock Market Record High) ৫ ট্রিলিয়ন ডলারের ঐতিহাসিক উচ্চতায় উঠে যায়। এর আগে ১৩ মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে ৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন, ভোটের ফল বেরোলে বাজার হু হু করে বাড়বে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি সাক্ষাৎকারে একই কথা বলেন। আর মোদি-শাহের এই বক্তব্যের উপর ভিত্তি করেই যে বাজারে লাফ দেখা গিয়েছে তা আন্দাজ করতে বাকি নেই বিনিয়োগকারীদের।


৩ বছরে ২ ট্রিলিয়ন বেড়েছে বাজার মূলধন


এবার ৫ ট্রিলিয়ন ডলার বাজার মূলধন (Stock Market Record High) অর্জনের মাধ্যমে বিশ্বের মধ্যে সেরা ৫ বাজারের তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত। প্রথম স্থানেই রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চিন, তৃতীয় স্থানে আছে জাপান এবং চতুর্থ স্থানে আছে হংকংয়ের শেয়ার বাজার। ২০০৭ সালের মে মাসে ভারতের শেয়ার বাজার প্রথম ১ ট্রিলিয়ন বাজার মূলধনের সীমা পেরিয়েছিল। এর ১০ বছর পর ২০১৭ সালে বাজার মূলধন ছুঁয়েছে ২ ট্রিলিয়নের রেকর্ড। তারপর ২০২১ সালে ৩ ট্রিলিয়ন এবং ২০২৩ সালে ৪ ট্রিলিয়নে পৌঁছে যায় ভারতের বাজার মূলধন।


আরও পড়ুন: Best Stocks To Buy: এক বছরে ৫০৫ শতাংশ রিটার্ন দিয়েছে, এটি একটি মাল্টিব্যাগার PSU স্টক