Share Market Update: সপ্তাহের শেষ দিনে আশাহত করল না বাজার। দিনের শেষে অটো ও ব্যাঙ্কিং স্টকে গতি থাকার কারণে সবুজে বন্ধ হল সেনসেক্স , নিফটি। তবে কি সোমবার ফের গতি দেখাবে বুলরা ?


Stock Market Closing: আজ কেমন ছিল বাজার ?
সপ্তাহের শেষ ট্রেডিং-ডেতে আজ ভারতীয় শেয়ারবাজার পতনের মধ্য দিয়ে বন্ধ হয়েছে। বিশেষ করে ব্যাঙ্কিং ও অটো সেক্টরের শেয়ারে ব্যাপক বৃদ্ধি দেখ গেছে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 123 পয়েন্ট লাফিয়ে 62,027 পয়েন্টে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 18 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 18,314 পয়েন্টে বন্ধ হয়েছে। সেনসেক্স আবারও 62,000 পার করেছে।


Dalal Street Update : আজ সেক্টরের অবস্থা কেমন ছিল ?
আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং , অটো, এফএমসিজি উপভোক্তা সেক্টরের স্টক বেড়েছে। সেখানে আইটি, ফার্মা, ধাতু, শক্তি, ইনফ্রা, মিডিয়া সেক্টরের স্টকগুলিও লাভ করেছে। মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ স্টকগুলি আজ হতাশ করেছে। উভয় সূচকই নিচে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 19টি শেয়ার বেড়েছে ও 11টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। যখন নিফটির 50টি শেয়ার 23টি বেড়েছে ও 27টি পতনের সঙ্গে দৌড় থামিয়েছে। নিফটি ব্যাঙ্কের 12টি শেয়ারের মধ্যে 10টি বেশি ও দুটি নিচে বন্ধ হয়েছে।


Share Market Update: কোন স্টকে বৃদ্ধি, কেথায় পতন ?
আজকের ট্রেডিং সেশনে Mahindra & Mahindra 1.91 শতাংশ, IndusInd Bank 1.81 শতাংশ, Axis Bank 1.69 শতাংশ, HDFC ব্যাঙ্ক 0.84 শতাংশ, SBI 0.82 শতাংশ, Bajaj Finance 0.79 শতাংশ, Tata Motors 0.78 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে৷ পতনশীল স্টকগুলির মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড 2.78 শতাংশ, NTPC 2.34 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 1.70 শতাংশ, টাটা স্টিল 1.66 শতাংশ, নেসলে 1.19 শতাংশ পতনের সঙ্গে কোজ করেছে।


Stock Market Closing: বিনিয়োগকারীদের ক্ষতি
আজ সূচক বুলদের গতিতে বন্ধ হলেও বিনিয়োগকারীদের সম্পদের পতন দেখা গেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন আজ 277.70 লক্ষ কোটি টাকা ছিল যেখানে বৃহস্পতিবার ছিল 278.06 লক্ষ কোটি টাকা৷ আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা 36,000 কোটি টাকা হারিয়েছে। সাধারণত বাজার বুলিশ ট্রেন্ডে থাকলে বিনিয়োগকারীরা লাভবান হন। যদিও এদিন সেই দৃশ্য় দেখা যাইনি মার্কেটে। উল্টে টাকা খুঁইয়েছেন বহু বিনিয়োগকারী। এক দিনের ট্রেডেই বহু স্টকে টাকা হারিয়েছেন অনেকেই।


 


আরও পড়ুন : Twitter Next CEO: মাস্ক সরছেন, এক মহিলার হাতে যাবে ট্যুইটারের লাগাম !