কেরালা স্টোরি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের


কেরালা স্টোরি সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের। এ নিয়ে শুনানি হবে আগামী বুধবার। 'অন্যান্য রাজ্যে এই সিনেমা শান্তিপূর্ণভাবে চলছে, তাহলে বাংলায় কেন এ নিয়ে হিংসা হবে?', প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড়ের। মানুষকে ছবিটি দেখার সুযোগ দেওয়া হোক, মন্তব্য সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গের মতো একই ধরনের জনবিন্যাস আছে এমন রাজ্যেও ছবিটি শান্তিতে চলছে, মন্তব্য বিচারপতি চন্দ্রচূড়ের। 


মিলল না রক্ষাকবচ

বজায় রইল অস্বস্তি! মিলল না রক্ষাকবচ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়। 
জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরে যাওয়া মামলার শুনানিতে, সোমবার বিচারপতি অমৃতা সিন্হা বলেছিলেন, তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে।  উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। এরপর, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন তিনি।শুক্রবার, বিচারপতি সিন্হা বলেন, মামলা চলছে, সোমবার শুনানি হবে।

 আবহাওয়ার পরিবর্তন


আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। একদিকে তাপপ্রবাহ পশ্চিমের জেলায়। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ কয়েকটি জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা। ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি দিক পরিবর্তন করবে। 


শুভেন্দুর সভায় অনুমতি

বাঁকুড়ার সিমলিপালে বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ তারিখের কর্মসূচিতে অনুমতি আদালতের। বিকাল ৩টে থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠানে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখ মান্থা। সভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। 


১৮ তম দিনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নব জোয়ার যাত্রা


আজ পূর্ব বর্ধমানে শুরু হচ্ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নব জোয়ার যাত্রা। আজ ১৮ তম দিনে পড়ল এই কর্মসূচি। এদিন দুপুর দেড়টায় বোলপুরে দলের কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেক। এরপর কেতুগ্রামে জনসভা। বিকেল ৫টায় কাটোয়ায় রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। এরপর কাটোয়া ও পূর্বস্থলীতে রোড শো। রাতে থাকবেন শ্রীরামপুর ইউনাইটেড স্কুল গ্রাউন়্ডে। 


কাল মুখ্যমন্ত্রীর বাড়িতে সলমন


আগামীকাল ইস্টবেঙ্গল তাঁবুতে সলমন নাইট। সন্ধে বেলা লাল হলুদ ক্লাবে অনুষ্ঠান করবেন বলিউড তারকা। তার আগে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সলমন।   


আরও পড়ুন :


গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?