Share Market Update:  নতুন বছরের দ্বিতীয় ব্যবসায়িক দিনেও গতি জারি রইল ভারতীয় শেয়ার বাজারে। দিনভর উত্থান-পতন দেখা গেলেও লেনদেন শেষে সবুজে বন্ধ হয়েছে নিফটি-সেনসেক্স। এদিন BSE সেনসেক্স 126 পয়েন্টের লাফ দিয়ে 61,294 পয়েন্টে বন্ধ হয়েছে। সেখানে NSE নিফটি 37 পয়েন্ট বেড়ে 18,234 পয়েন্টে বন্ধ হয়েছে।


Stock Market Closing: সেক্টরাল আপডেট
আজ বাজারে অটো, এফএমসিজি, মিডিয়া, এনার্জি ও মেটাল খাতের শেয়ারে বিক্রি দেখা গেছে। তেল ও গ্যাস খাতের শেয়ারও নিচে বন্ধ হয়েছে। তবে বাজারে লেনদেনের সময় ব্যাঙ্কিং, আইটি, ফার্মা হেলথ কেয়ারের মতো খাতে গতি দেখিয়েছে বুলরা। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিতেও বিনিয়োগ করেছে ইনভেস্টাররা। এদিন বাজারের দিকে তাকালে 30টি সেনসেক্স স্টকের মধ্যে 18টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে 12টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে।


Share Market Update: আপ ও ডাউন স্টক
আজ অ্যাক্সিস ব্যাঙ্কের স্টক বাজারে সর্বোচ্চ 2.18 শতাংশ লাফ দিয়ে উঠেছে। এই স্টক ছাড়াও, টাইটান 1.87 শতাংশ, টিসিএস 1.54 শতাংশ, টেক মহিন্দ্রা 1.38 শতাংশ বৃদ্ধি দেখিয়ে বন্ধ হয়েছে৷ যেখানে Mahindra & Mahindra 0.83 শতাংশ, রিলায়েন্স 0.70 শতাংশ, ETHUL 0.69 শতাংশ কমেছে।


Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি
নতুন বছরের দ্বিতীয় ট্রেডিং ডে-তে আজ বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে। মঙ্গলবার, বিনিয়োগকারীদের সম্পদে 80,000 কোটি টাকার উত্থান দেখা গিয়েছে । BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছে 284.65 লক্ষ কোটি টাকা। গত 2 জানুয়ারি 283.85 লক্ষ কোটি টাকা ছিল বাজারে সম্পদের পরিমাণ৷


Share Market Update: বুধে কেমন যাবে বাজার ?
বছরের প্রথম ২ দিন বাজার সবুজে থাকলেও এই নিয়ে খুব একটা আশা দেখছেন না বিনিয়োগকারীরা। নিফটির চাল নিয়ে আপাতত চিন্তিত বাজার বিশেষজ্ঞরা। তাদের মতে,আগামীকাল রেজিস্ট্যান্সের মুখে পড়বে নিফটি। সেই ক্ষেত্রে নিফটির বাধা হয়ে উঠেতে পারে ১৮,৩০০ পয়েন্ট। সেই ক্ষেত্রে নতুন করে বাজারে ভয় বাড়তে পারে। মার্কেট অ্যানালিস্টদের মতে, এই পয়েন্ট থেকে নিফটি ১৮,০০০ পয়েন্ট পর্যন্ত খুব বেশি হলে নিচে নামতে পারে। তবে নিফটি এই পয়েন্টের নিচে কয়েকদিন থাকলে আরও পড়তে পারে বাজার। 


আরও পড়ুন : Petrol Expiry Time: গাড়িতে থাকলেও নষ্ট হয় পেট্রল, মেয়াদ শেষ বুঝবেন কীভাবে ?