Stock Market Closing On 07th June 2022: রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি ঘোষণা হওয়ার আগে পতন জারি রইল ভারতের শেয়ার বাজারে। মঙ্গলবার দুর্বল বাজারের সাক্ষীথাকে দালাল স্ট্রিট। এদিন বিশ্ব বাজারের প্রভাব দেখা যায় দেশের বাজারে। ভারতীয় স্টকে প্রফিট-বুকিং শুরু হয় সকালেই। যার কারণে শেষে লালে বন্ধ হয় বাজার। আজকের লেনদেন শেষে সেনসেক্স 580 ও নিফটি 158 পয়েন্ট কমে বন্ধ হয়েছে।


Stock Market Closing: বাজারের অবস্থা


মঙ্গলবারের ট্রেডিং সেশন শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 582 পয়েন্ট কমে 55,094 পয়েন্টে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 156 পয়েন্ট কমে 16,406 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share market: সেক্টরের অবস্থা


শেয়ারবাজারে আজ অটো, পাওয়ার , তেল ও গ্যাস খাত ছাড়া, ব্যাঙ্কিং, আইটি, মেটাল সহ অন্যান্য সব খাত পতনের সঙ্গে বন্ধ হয়েছে। কনজিউমার ডিউরেবলস, এফএমসিজি ও ফার্মা সেক্টরেও এদিন পতন দেখা গেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ১৪ শেয়ার সবুজ চিহ্ন ও 36 টি শেয়ার লাল চিহ্নের মধ্যে বন্ধ হয়েছে। সেনসেক্সের সব 30টি স্টক 5 টি সবুজ চিহ্ন ও 25টি শেয়ার লাল চিহ্নের মধ্যে বন্ধ হয়েছে।


Stock Market Closing: কোন স্টকগুলি বেড়েছে 


এদিন শেয়ারবাজারে পতনের পর অনেক স্টকে খুব লস দেখা গিয়েছে। যেখানে ONGC 5.13%, কোল ইন্ডিয়া 1.39%, NTPC 1.32%, মারুতি সুজুকি 1.28 শতাংশ, হিরো মোটোকর্প 1.18 শতাংশ, টাটা মোটরস 0.81 শতাংশ, মাহিন্দ্রা 0.64 শতাংশ, বাজাজ অটো 0.45 শতাংশ, ভারতী এয়ারটেল 0.34 শতাংশ, বিপিসিএল 0.28 শতাংশ, রিলায়েন্স 0.19 শতাংশ শতাংশ ও পাওয়ার গ্রিড 0.09 শতাংশ লাভের সাথে বন্ধ হয়েছে।


Share market: কোন স্টকে পতন
পতনশীল শেয়ারের মধ্যে টাইটান 4.45 শতাংশ, ইউপিএল 4.21 শতাংশ, ড. রেড্ডি 3.76 শতাংশ, ব্রিটানিয়া 3.11 শতাংশ, লারসেন 3.09 শতাংশ, এইচইউএল 3.০2 শতাংশ, এশিয়ান পেইন্টস 2.54 শতাংশ, বাজাজ ফাইন্যান্স 2.37 শতাংশ, টিসিএস 1.99 শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক 1.54 শতাংশ লোকসানের বন্ধ হয়েছে। 


আরও পড়ুন : QR Code On Medicines: আপনি যে ওষুধ কিনছেন তা আসল না নকল ? এই উপায়ে ধরবেন জালিয়াতি