আশাবুল হোসেন, অরিন্দম সেন, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরুর আগেই পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুমকি দিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO প্রধান জীবন সিংহ! এদিন আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাঁঝালো সুরে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন, 'কিছু নেতা কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে? আমি বলি ক্ষমতা থাকলে, আমার বুকে বন্দুক ঠেকাও। এত বড় ক্ষমতা তোমাদের? আমি অনেক বন্দুকে দেখেছি। এসব বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে জানি।'
রাজ্য ভাগের ইস্যুতে বিজেপিকে আক্রমণ
এদিন যে আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেখানকার বিজেপি সাংসদ জন বার্লাই কয়েক মাস আগে প্রথম উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন। তারপর থেকে উত্তরবঙ্গের একাধিক জনপ্রতিনিধির গলায় শোনা গিয়েছে পৃথক রাজ্যের প্রসঙ্গ! শনিবার সামনে আসা বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO প্রধান জীবন সিংহের মুখেও উঠে আসে বিজেপির জনপ্রতিনিধিদের কথা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি ছিল 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে'।
এই প্রেক্ষাপটে এদিন রাজ্য ভাগ নিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কেউ কেউ বলেন আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।' হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী গেরায়া শিবিরকে আক্রমণ শানিয়ে জোড়েন, 'বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে, ভাগ করবার কথা বলে। ভাগাভাগির কথা বলে।'
২৬ জুন পাহাড়ে GTA নির্বাচন। সেখানে এমনিতেই GTA বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছে, তৃণমূলের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- কর্মিসভার মাঝে অসুস্থ কর্মী, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী