Share Market Update: অস্থিরতা থামছে না। বুধেও পতন দিয়ে বন্ধ হল বাজার। তবে বাজার বিশেষজ্ঞদের ধারণা,আগামী দু-দিনে ফের গতি দেখাতে পারে দালাল স্ট্রিট। 


Stock Market Closing: বুধে কেমন ছিল বাজার  
আজ চলতি সপ্তাহের তৃতীয় ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ারবাজার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা গ্রহণ, বিশেষ করে ব্যাঙ্কিং স্টকগুলিতে মুনাফা বুকিংয়ের কারণে বাজার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 208 পয়েন্টের পতনের সঙ্গে 61,773-তে বন্ধ হয়েছে, যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 62 পয়েন্টের পতনের সঙ্গে 18,285 পয়েন্টে দৌড় থামিয়েছে।


Share Market Update: আজ কেমন ছিল সেক্টরের অবস্থা
আজকের লেনদেনে ব্যাঙ্কিং খাতের শেয়ারের দরপতন দেখা গেছে। ব্যাঙ্ক নিফটি নিচের দিকে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটি 276 পয়েন্ট বা 0.63 শতাংশ পতন দেখেছে। এ ছাড়া ধাতু,পরিকাঠামো, পণ্য খাতের শেয়ারের দরপতন হয়েছে। আইটি, অটো, এফএমসিজি, জ্বালানি, ফার্মা, উপভোক্তা, স্বাস্থ্যপরিষেবা খাতের স্টক বেড়েছে। মিডক্যাপ ও স্মল ক্যাপ সূচক বেড়েছে।


Stock Market Closing: কোন স্টকে বৃদ্ধি, পতন হল কোথায়
আজকের বাণিজ্যে সান ফার্মা 1.96 শতাংশ, আইটিসি 1.07 শতাংশ, IndusInd ব্যাঙ্ক 1.13 শতাংশ, টাইটান কোম্পানি 1.05 শতাংশ, পাওয়ার গ্রিড 0.88 শতাংশ, মারুতি সুজুকি 0.77 শতাংশ নিয়ে বন্ধ হয়েছে। সেকানে টাটা মোটরস 1.49 শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক 1.33 শতাংশ, এইচডিএফসি 1.23 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 0.73 শতাংশ কমেছে।


Share Market Update: বিনিয়োগকারীদের সম্পদ হ্রাস
আজকের ট্রেডিং সেশনে বাজার পতনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ কমেছে 279.55 লক্ষ কোটি টাকা যা মঙ্গলবার ছিল 279.78 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আজকের বাণিজ্যে বিনিয়োগকারীদের সম্পত্তি 23000 কোটি টাকা কমেছে।


Adani Stocks Update: হিন্ডেনবার্গ রিপোর্টের তথ্য় দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারল না। উল্টে শেয়ারবাজারে দরন্ত গতি নিয়েছে আদানি গোষ্ঠীর স্টকগুলি। সবথেকে বড় বিষয়, তিন দিনে আদানিদের স্টকে ৬২০০ কোটি টাকা লাভ করেছে LIC।  


LIC News : সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট বেরিয়ে আসার পর আদানি গ্রুপের শেয়ারের দাম বেড়ে গিয়েছে। যার ফলে লাভবান হয়েছে দেশের বৃহত্তম সরকারি বিমা সংস্থা এলআইসি। আদানি গ্রুপে LIC-র বিনিয়োগের মূল্য ৬২০০ কোটি টাকা বেড়েছে। ২৩ মে এটি ৪৫,৪৪৮ কোটি টাকা অতিক্রম করেছে।


আরও পড়ুন : LIC Adani Stocks Update: আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করে প্রচুর লাভ LIC-র, তিন দিনে ৬২০০ কোটি টাকা মুনাফা