মুম্বই: সোমবার বাজার খুলতেই শেয়ার বাজারে ধস। সপ্তাহের শুরুতেই টাকার দামে রেকর্ড পতন হয়েছে। তারপরই ধাক্কা স্টক মার্কেটে। সকাল ৯.২০ নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭৩১ পয়েন্ট কমে ৭৭ হাজারের নিচে নেমে গিয়েছে। এবং নিফটিও ২৪৩ পয়েন্ট কমে ২৩, ২৩৯ পয়েন্টে নেমেছে। প্রায় প্রতিটি খাতই রেড জোনে রয়েছে। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, শক্তি, ধাতুর মতো একাধিক সংস্থার শেয়ারের দর নিম্নমুখী হয়েছে এদিন। ফলে বড়সড় লোকসানের মধ্যে পড়েছেন লগ্নিকারীরা।                      

এদিন ডলারের নিরিখে একধাক্কায় ৬৭ পয়সা বেড়ে গেল টাকা। সোমবার ৮৭.২৯-এ নেমে রেকর্ড পতন হল টাকার দামে। গত কয়েক সপ্তাহ ধরেই কমছে টাকার দাম। শনিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিন থেকেই ভারতের বাজারে একের পর এক পতন দেখা গিয়েছে। সপ্তাহের শুরুতেই সে ট্রেন্ডে খুব একটা বদল দেখা গেল না। 

তবে শুধু টাকার দাম পড়েছে সেই কারণেই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার রেশও পড়েছে মার্কেটে। ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন। চিনা পণ্যের উপরও ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, বাজেট ঘোষণার পরই রেকর্ড দাম সোনার, আজ কি আরও বাড়ল? রুপো বিকোচ্ছে কততে?

ফরেক্স ট্রেডারদের মতে, ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ কমছে। ফলে বিদেশি ভাণ্ডার শেষ হচ্ছে। তবে ২০২৫-২৬ বাজেটে স্বাস্থ্য বিমা এবং  জীবন বিমায় এফডিআই ১০০ শতাংশ করার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশের সময় তিনি বলেন, 'বিমা খাতের জন্য FDI-এর সীমা ৭৪% থেকে বাড়িয়ে ১০০% করা হবে। এই বর্ধিত সীমা সেই সমস্ত কোম্পানির জন্য প্রযোজ্য হবে, যারা সম্পূর্ণ প্রিমিয়াম ভারতে বিনিয়োগ করবে। বিদেশী বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত বর্তমানে যে বাধা ও শর্তগুলি রয়েছে, তা পর্যালোচনা করে সরলীকরণ করা হবে।' 

বাজার বিশ্লেষকরা আসন্ন কোম্পানির ত্রৈমাসিক ফলাফল এবং ৭ ফেব্রুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটির বৈঠকের অপেক্ষায় রয়েছেন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে