Stock market Update: সপ্তাহের প্রথমেই দিনভর অস্থিরতা বজায় রইল বাজারে। দিনের শেষে যার প্রভাব দেখা দিল নিফটি-সেনসেক্সে। আজ বার-বার সবুজে গিয়েও লাল দাগে ফিরে আসে নিফটি। এদিন ব্যাঙ্কিং,মেটাল খাতের কারণে বাজার নিচ থেকে অনেকটাই ঘুরে আসতে পেরেছে।
Share Market Closing: আজ বাজার শেষে কী অবস্থায় ছিল সূচক ?
নিফটি-সেনসেক্সের দিকে তাকালে দেখা যাবে, আজ ভারতীয় বেঞ্চমার্ক সূচকগুলি 5 ডিসেম্বরের অস্থির সেশনে ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। ক্লোজের সময় সেনসেক্স 33.90 পয়েন্ট বা 0.05% কমে 62,834.60-তে ছিলষ সেখানে নিফটি 4.90 পয়েন্ট বা 0.03% বেড়ে 18,701-তে ছিল। আজ প্রায় 2080টি শেয়ার ওপরে উঠেছে, সেখানে 1401টি শেয়ার হ্রাস পেয়েছে। 191টি শেয়ার অপরিবর্তিত রয়েছে।
Stock market Update: কোন কোন শেয়ারে ছিল গতি ?
এদিন ফ্ল্যাট বাজারে অ্যাপোলো হসপিটালস, টাটা মোটরস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টেক মাহিন্দ্রা, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স পতনের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে লাভজনক স্টকগুলির মধ্যে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, ইউপিএল, ওএনজিসি ও কোল ইন্ডিয়ায় গতি দেখা গেছে।
Share Market Closing: কোন সেক্টরের কী অবস্থা ?
এদিন ভারতীয় শেয়ার বাজারে বিক্রি দেখা গেছে অটো, আইটি, ফার্মা খাতে। পিএসইউ ব্যাঙ্ক, রিয়েলটি ও মেটাল স্টকগুলিতে ক্রয় দেখা গেছে। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলিও ফ্ল্যাট নোটে দৌড় থামিয়েছে।
Share Market Live: এদিন কীভাবে খোলে শেয়ার বাজার ?
আজ সপ্তাহের প্রথম ট্রেডিং ডেতে শেয়ারবাজারে মিশ্র ব্যবসা দেখা যাচ্ছে। বিএসই-র সেনসেক্স 3.22 পয়েন্টে প্রায় ফ্ল্যাট 62,865.28 স্তরে লেনদেন করছে। অন্যদিকে, NSE এর নিফটি 23.45 পয়েন্ট অর্থাৎ 0.13 শতাংশ বৃদ্ধির সঙ্গে 18,719.55 স্তরে খুলতে সক্ষম হয়েছে। যদিও সকাল ১০টার মধ্য়েই তা অনেকটাই নেমে লাল দাগে চলে আসে।
Stock Market Opening: খোলার ১০ মিনিটের মধ্যে স্টক মার্কেটের অবস্থা
আজ বাজার খোলার দশ মিনিটের মধ্যে, সেনসেক্স লালে 97.34 পয়েন্ট বা 0.15 শতাংশ পতনের সঙ্গে 62,771-তে চলে যায়। এর 30টি স্টকের মধ্যে, 12টি স্টক বুম দেখেছে বাকি 18টি স্টক পতনের সঙ্গে লেনদেন করছে৷ এনএসই-এর নিফটিও লাল দাগে এসেছে। বর্তমানে এটি 25.50 পয়েন্ট অর্থাৎ 0.14 শতাংশ পিছলে 18670-এর স্তরে রয়েছে। এর 50টি স্টকের মধ্যে 20টি উপরে ও 30টি নিচে দৌড়চ্ছে।