Data Recover from iCloud: ভুল করে অনেক সময় হয়ে যায় এই কাজ। কখনওবা রাগের বশে নিজেই প্রিয়জনের ছবি মুছে ফেলেন অনেকে। সেই ক্ষেত্রে ওই ছবি বা ভিডিয়ো নিয়ে পরে  আফসোস করতে হয় ব্যবহারকারীকে। এখন থেকে আর এই বিষয়ে চিন্তা করতে হবে না। মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি এখন স্মার্টফোনে সেগুলি পুনরুদ্ধারের অপশন দিচ্ছে। জেনে নিন, কীভাবে করবেন এই কাজ।


Google Photo: গুগল ফটো
সাধারণত সবাই তাদের মোবাইলে গুগল অ্যাপ ব্যবহার করে। আপনি যদি আপনার মোবাইলে Google ব্যাকআপ চালু করে থাকেন, তাহলে আপনার মোবাইলে আসা প্রতিটি ছবি ও ভিডিয়ো সিঙ্ক্রোনাইজ হওয়ার পর Google-এ সেভ হয়ে যায়। Google এর জন্য প্রত্যেক ব্যবহারকারীকে 15GB স্টোরেজ দেয়। কিন্তু আপনার ডেটা বেশি হলে আরও স্টোরেজ স্পেস প্রয়োজন হয়। তাই আপনি এটিকে Google One-এ আপগ্রেড করতে পারেন। এতে আপনি বিভিন্ন প্ল্যান অনুযায়ী 100GB পর্যন্ত স্টোরেজ নিতে পারবেন।


iphone icloud: আইফোনে আইক্লাউড
যদি আপনার কাছে অ্যাপলের মোবাইল ফোন থাকে, তবে আপনি এটি ডেটা সংরক্ষণের জন্য অ্যাপলের দেওয়া আইক্লাউড ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে iCloud এ সাইন ইন করতে হবে। এর পরে আপনি কোনও চার্জ ছাড়াই 5GB পর্যন্ত স্টোরেজ পাবেন। যদি আপনার ডেটা বেশি হয় তবে আপনি এটি আপগ্রেড করতে পারেন। তবে এটি চার্জযোগ্য। আপনাকে এর বিভিন্ন স্টোরেজ প্ল্যানে টাকা দিতে হবে । সেই ক্ষেত্রে 50GB স্টোরেজের জন্য 75 টাকা, 200GB স্টোরেজের জন্য 219 টাকা ও 2TB স্টোরেজের জন্য 749 টাকা দিতে হবে।
 
Trash Bin: ট্র্যাশ বিন পরীক্ষা করুন
এখন বেশিরভাগ স্মার্টফোনে, মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিও ট্র্যাশ বা বিনের বৈশিষ্ট্য সরবরাহ করে। মোবাইল গ্যালারি থেকে মুছে ফেলার পরও মোবাইলের ট্র্যাশ বা বিন ফিচারে ছবি ও ভিডিও পাওয়া যায়। সেখান থেকে তারা নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তাই চাইলে সেখান থেকেই নিজেদের মুছে ফেলা ছবি,ভিডিয়ো  ও ডেটা ফিরে পেতে পারেন। তাই এবার থেকে ছবি , ভিডিয়ো বা ডেটা মুছে ফেললে তা নিয়ে অযথা চিন্তা করবেন না। কেবল মেনে চলুন এই পরামার্শগুলি।


আরও পড়ুন : Online Gaming Rules: অনলাইন গেমিংয়ে বড়সড় বিধিনিষেধ, শীঘ্রই নতুন নিয়ম আনছে সরকার