Share Market LIVE: সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে সবুজে খুলেও লালে চলে গেল সূচক। বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় শেয়ারবাজারে। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি এই উত্থান। 


Stock Market Opening: এদিন BSE সেনসেক্স 86 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 60,044 পয়েন্টে খুললেও সাড়ে ৯টার মধ্য়েই লালে চলেছে আসে। একই অবস্থা হয়েছে নিফটিতে। 9 পয়েন্ট বৃদ্ধির পরে 17,867 পয়েন্টে খোলে এই সূচক। যদিও সবুজে খোলার পরই বাজার লাল দাগে চলে আসে। পরে সেনসেক্স 106 ও নিফটি 23 পয়েন্টের পতনের সঙ্গে লেনদেন শুরু করে।।


Share Market LIVE: সেক্টরের অবস্থা
আজকের ট্রেডিং সেশনে,ব্যাঙ্কিং,অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, এনার্জি, ইনফ্রা সেক্টরের শেয়ারের পতন দেখা যাচ্ছে। সেখানে মেটাল, রিয়েল এস্টেট, মিডিয়া সেক্টরের শেয়ার বেড়েছে। তবে মিডক্যাপ, স্মলক্যাপের সূচকে পতন চলছেই। এদিন 30টি সেনসেক্স স্টকের মধ্যে 13টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 17টি পতনের সঙ্গে লেনদেন করছে৷ পাশাপাসি নিফটির 50টি স্টকের মধ্যে 28টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 22টি পতনের সঙ্গে লেনদেন করছে৷


Stock Market Opening: বুলিশ স্টক
আজকের বাণিজ্যে IndusInd Bank 1.05%, Tata Steel 0.97%,UltraTech Cement 0.87%, Power Grid 0.61%, NTPC 0.57%, Bajaj Finance 0.54%, SBI 0.46%, Mahindra & Mahindra 0.32%, Suj30%, Sujutki 0.32% 0.17 শতাংশ গতিতে ট্রেড করছে।


Share Market LIVE: পতনশীল স্টক
এইচসিএল টেক 1.78 শতাংশ, লারসেন 1.20 শতাংশ, টেক মাহিন্দ্রা 1 শতাংশ, সান ফার্মা 0.79 শতাংশ, এইচডিএফসি 0.78 শতাংশ, রিলায়েন্স 0.69 শতাংশ, এইচডিএফসি ব্যাংক 0.61 শতাংশ, এশিয়ান পেইন্টস 0.53 শতাংশ পতনের সঙ্গে লেনদেন করছে।


Stock Market Opening: কী বলছেন বিশেষজ্ঞরা ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন,আজ ১৭,৭৭০ থেকে বেলার দিকে ওপরে উঠে যেতে পারে নিফটি। সেই ক্ষেত্রে ১৭,৮০০ পেরিয়ে গেলে ট্রেডিং করা উচিত ভরসার স্টরে। তবে আজ মার্কেট আরও পড়লে আগামী সপ্তাহে রক্তাক্ত হতে পারে বাজার। সেই ক্ষেত্রে ১৭২৫০ পর্যন্ত চলতি মাসে চলে যেতে পারে নিফটি। এখানেই মজবুত সাপোর্ট রয়েছে সূচকের। তবে এখানে থেকে বাজার না উঠলে বিনিয়োগকারীদের জন্য খুবই খারাপ খবর। তবে বাজার নামতে দেখে আনন্দে রয়েছেন স্টক শর্ট করে লাভবান হওয়া লোকজন। আপাতত সেই পথেই লাভবান হচ্ছেন এই ধরনের বিনিয়োগকারীরা।