কলকাতা: ওপেনে নেমে ব্যর্থ হচ্ছিলেন বারবার। কিন্তু গতকাল পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে নিজে রানই পেলেন না শুধু, দলকেও সিরিজ জিতিয়ে দিলেন। কে এল রাহুলের (K L Rahul) দলে থাকা নিয়েই একটা সময় প্রশ্ন উঠছিল বারবার। কিন্তু সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে গতকাল ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অপরাজিত ৬৪ রানে জয়সূচক ইনিংস খেলেন এই কর্ণাটকী।
২১৬ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৮৬। সেই চাপের পরিস্থিতি থেকে ব্যাট করতে নেমে অপরাজিত ৬৪ হাঁকান রাহুল। নিজের ইনিংসে ৬০টি ডট বল, ৬টি বাউন্ডারি, ৩৪টি সিঙ্গলস নেন ও ২টো দু রান নেন।
নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে ম্যাচের পরে রাহুল বলেন, ''পাঁচ নম্বরে ব্যাটিং করার একটা ভাল দিক হল যে তাড়াহুড়ো করতে হয় না। পরিস্থিতি বুঝে খেলা যায়। ড্রেসিংরুম থেকে ম্য়াচ পর্যবেক্ষণ করা যায়। তবে দল আমার থেকে যেমন চাইবে, আমি সেখানেই খেলতে রাজি।''
রাহুল আরও বলেন, ''পাঁচ নম্বরে ব্যাট করতে নামলে আমি আমার খেলাটা ভাল বুঝতে পারি। আমি এমন বল খেলতে পছন্দ করি যা সরাসরি ব্যাটে আসবে। তাছাড়া এই পজিশনে ব্যাট করতে নামলে স্পিনারকে সরাসরি খেলা যায়।''
বলা হয় মহম্মদ আজহারউদ্দিন ও ভি ভি এস লক্ষ্মণের পর কাউকে যদি ইডেন গার্ডেন্স হাত উপুড় করে দিয়ে থাকে, তাহলে তিনি রোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেট হোক কী আন্তর্জাতিক, আইপিএল হোক বা জাতীয় দল, রোহিত আর ইডেন মানেই যেন জমজমাট রসায়ন।
সেই রোহিত বৃহস্পতিবার ব্যাটে রান পেলেন না। মাত্র ১৭ করে ফিরলেন। আর রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। রোহিতের হাতে ট্রফি ওঠা নিশ্চিত হয়ে গেল। যা দেখেশুনে ভারতীয় ক্রিকেট মহলের মত, কে বলেছে রোহিত ইডেন থেকে খালি হাতে ফিরছেন? আরও একটা ট্রফি যে পয়মন্ত মাঠেই নিশ্চিত করে ফেললেন ক্যাপ্টেন রোহিত।
আরও পড়ুন: এগিয়ে এলেন অরূপ বিশ্বাস, আগামীকাল আইএফএ সচিবের সঙ্গে দেখা, পৌলমীর সুদিন কি ফিরবে?