নয়াদিল্লি: সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ কমছে। ২০১৯ সালে সেই পরিমাণ কমেছে প্রায় ৬ শতাংশ। গত বছর সুইস ব্যাঙ্কে জমা পড়েছিল মোট ৮৯৯ মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। ভারতীয় মুদ্রায় যা ৬৬২৫ কোটি টাকা। বৃহস্পতিবার সুইৎজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এই তথ্য জানানো হয়েছে।


এই নিয়ে পরপর দু বছর সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা জমা রাখার পরিমাণ কমল। ১৯৮৭ সাল থেকে এই তথ্য সঞ্চিত রাখছে সুইস ব্যাঙ্ক। তারপর তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এই ধারাবাহিক হ্রাস এই প্রথম। যদিও এটা সরকারি তথ্য। সুইস ব্যাঙ্কে কালো টাকা রাখার যে অভিযোগ ভারতীয় ব্যবসায়ী বা বিত্তশালীদের বিরুদ্ধে বরাবর উঠে এসেছে, এই অঙ্ক তাকে বাদ রেখেই। পাশাপাশি প্রবাসী ভারতীয়রা তৃতীয় দেশের নাগরিক হিসাবে যে অর্থ জমা রাখে, সেই অঙ্ককেও এই হিসেবের বাইরে রাখা হয়েছে।

ভারতে সুইস ব্যাঙ্কের যে সমস্ত শাখা রয়েছে, সেগুলোতে গচ্ছিত অর্থ এই হিসাবে রাখা হয়েছে। ভারতীয় ও সুইস কর্তৃপক্ষ এর আগে বলেছিল যে, সুইস ব্যাংকে ভারতীয় ব্যক্তিদের জমা আমদানি পরিমাপের জন্য আরও নির্ভরযোগ্য ব্যবস্থা অবলম্বন করা হবে। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট (বিআইএস) এর 'স্থানীয় ব্যাঙ্কিং পরিসংখ্যান'-এর হিসেব অনুযায়ী, ২০১৯ সালে সুইস ব্যাঙ্কে জমা লেনদেনের পরিমাণ ০.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই হিসেবে জমা আমানতের পাশাপাশি ঋণের অঙ্কটাও ধরা হয়েছে।