Unemployment Rate In India: অস্বস্তি বাড়ল সরকারের ! ফের বেকারত্বের হার বাড়ল দেশে। ভারতীয় অর্থনীতির রিপোর্ট বলছে,ফেব্রুয়ারিতে 
দেশের বেকারত্বের হার ছাড়িয়েছে ৭.৪৫ শতাংশ। জানুয়ারিতে যা ৭.১৪ শতাংশ ছিল।


Indias Unemployment Rate: শহর ও গ্রামে বেকারত্বের কী হাল ?


বুধবার দেশের বেকারত্বের হার সম্পর্কে তথ্য় প্রকাশ করে 'সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি' (CMIE)। যেখানে দেখা গিয়েছে, শহুরে বেকারত্বের হার ফেব্রুয়ারিতে ৭.৯৩ শতাংশে নেমে এসেছে যা আগের মাসে ৮.৫৫ শতাংশ ছিল। পাশাপাশি গ্রামীণ বেকারত্বের হার ৬.৪৮ শতাংশ থেকে বেড়ে ৭.২৩ শতাংশে দাঁড়িয়েছে৷ অন্তত তেমনই বলছে ভারতের বেকারত্বের তথ্য়।


অর্থনীতির গতিবৃদ্ধি নিয়ে লাগাতার আশার বাণী শোনা গেলেও, এখনই যে পরিস্থিতি থেকে মুক্তি নেই, ফের একবার তার প্রমাণ মিলল। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছে, অক্টোবর-ডিসেম্বর মাসে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি ছিল শ্লথই (GDP Growth Rate)। কারণ ওই সময়ে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার ছিল ৪.৪ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরের চেয়েও কম এই হার, যা কিনা ৬.৩ শতাংশ ছিল। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ১৩.৫ শতাংশ (Indian Economy)।


অক্টোবর-ডিসেম্বর মাসে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি ছিল শ্লথই 


২০২২-'২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP-র হার ৪.৬ শতাংশ থাকবে বলে আগে ভবিষ্যদ্বাণী করেছিল রয়টার্স। কিন্তু তৃতীয় ত্রৈমাসিকে তার চেয়েও বৃদ্ধির গতি যে শ্লথ ছিল, তার প্রমাণ মিলল সরকারি পরিসংখ্যানেই।


মঙ্গলবার এই পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্রীয় রাশি এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। তাতেই দেখা যায়, পূর্বাভাসের চেয়েও ঢের পিছিয়ে রয়েছে বৃদ্ধি।  যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, ২০২২-'২৩ অর্থবর্ষের সামগ্রিক বৃদ্ধি ৭.০ শতাংশে গিয়ে ঠেকতে পারে, ২০২১-'২২ অর্থবর্ষে যা ছিল ৯.১ শতাংশ। বার্ষিক হিসেবের নিরিখে, ২০২২-'২৩ অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ছিল ৬.৩ শতাংশ। 


কেন্দ্র জানিয়েছে, ২০২১-'২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের ডিজিপি ছিল ৩৮.৫১ লক্ষ কোটি টাকা। সেই নিরিখে ২০২২-'২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি ছিল ৪০.১৯ লক্ষ কোটি। অর্থাৎ বৃদ্ধির হার ৪.৪ শতাংশ।


শুরুতে ৭ শতাংশের পূর্বাভাস দিলেও, ২০২২-'২৩ অর্থবর্ষে ভারতের GDP ৬.৮ শতাংশে থাকতে পারে বলে গত ডিসেম্বর মাসে জানায় রিজার্ভ ব্যাঙ্ক। তৃতীয় ত্রৈমৈসিকে বৃদ্ধির হার ৪.৪ শতাংশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল তারা। আন্তর্জাতিক ভূরাজনৈতিক টানাপোড়েন, বিশ্ব জুড়ে অর্থনৈতিক টানাপোড়েনের জেরেই বৃদ্ধির সম্ভাবনা ধরাছোঁয়ার বাইরে রাখার পক্ষপাতী ছিল না রিজার্ভ ব্যাঙ্ক। আগের তুলনায় এখন অর্ধেক বৃদ্ধিও নেই বলে দাবি করেছে তারা। এর অর্থ দেশে বিনিয়োগ নেই, সাধারণ মানুষের পকেটে টান এবং বেকারত্ব বাড়ছএ বেল মত তাদের।