Indigo Women Pilots: ইন্ডিগো বিমানসংস্থা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ওয়ার্কফোর্সে এবার মহিলা কর্মীর সংখ্যা বাড়ানো হবে। আরও বেশি করে মহিলাদের সুযোগ করে দেওয়া হবে। এক বছরের মধ্যেই এক হাজারেরও বেশি সংখ্যক মহিলা পাইলট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই বিমান পরিষেবা সংস্থা। এখন এই বিমান পরিষেবা সংস্থায় সর্বমোট ৮০০ জন মহিলা পাইলট (Indigo Airlines) আছেন। আর ইন্ডিগোর মোট পাইলট সংখ্যার মাত্র ১৪ শতাংশ রয়েছেন মহিলা পাইলট। যদিও বিশ্বজুড়ে সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থায় (Women Pilot) মহিলা পাইলটের হার আরও কম ৭ থেকে ৯ শতাংশ। ফলে ইন্ডিগো এরপরে আরও মহিলা পাইলট নিয়োগের কথা ভেবেছে।


আগামী বছরের মধ্যেই এই লক্ষ্যপূরণ করা হবে


দেশের সর্ববৃহৎ বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর চিফ হিউম্যান রিসোর্স ম্যানেজার সুখজিৎ এস পরিশ্চা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন যে তিনি কিছু সময় ধরে নিরন্তর মহিলাদের জন্য বহু সুযোগ এনে দিয়েছেন সংস্থায়। এখন তাদের লক্ষ্য হল সংস্থায় ১০০০ জনের বেশি মহিলা পাইলট থাকবেন। আর এই লক্ষ্য পূরণ করা হবে আগামী বছরের মধ্যেই। আর এর মাধ্যমেই সংস্থার কর্মীদের মধ্যে ফের বৈচিত্র্য আসবে। এছাড়া এই বিমান পরিষেবা সংস্থা তাদের আরও সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।


ইঞ্জিনিয়ারিং ও ফ্লাইং স্টাফদের জন্য সুযোগ বেশি থাকবে


সুখজিৎ এস পরিশ্চা জানিয়েছেন যে আমাদের সর্বক্ষেত্রে মহিলাদের নিয়োগ করতে হবে। ইন্ডিগোর ইঞ্জিনিয়ারিং টিমে মহিলা কর্মীর সংখ্যা আগের থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। দেশে সবথেকে বেশি ৮০০ জন মহিলা পাইলট আছে এই বিমান সংস্থায়। এমনকী আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির তুলনাতেও গড় মহিলা পাইলটের সংখ্যায় অনেক এগিয়ে আছে ইন্ডিগো। তবে আগামী ২০২৫ সালের মধ্যেই ইন্ডিগো চায় যাতে তারা ১০০০ জনের মহিলা পাইলট সংখ্যায় উন্নীত হতে পারে। ইন্ডিগোতে এখন মোট ৫ হাজার পাইলট আছে। দৈনিক ২ হাজার উড়ান পরিচালনা করে এই সংস্থা।


স্বাধীনতার ৭৭তম বর্ষপূর্তিতে কাজ পেয়েছিলেন ৭৭ জন মহিলা কর্মী


বুধবারই ৭৭ জন মহিলা কর্মীকে নিয়োগ দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। এই কর্মীরা সংস্থার এয়ারবাস ও এটিআর চালাবেন। স্বাধীনতার ৭৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের মার্চের মধ্যে ইন্ডিগোতে মোট কর্মীসংখ্যা ছিল ৩৬,৮০৭ জন যার মধ্যে ৫০৩৮ জন পাইলট এবং ৯৩৬৩ জন কেবিন ক্রু। গত অর্থবর্ষের শেষে ৭১৩ জন মহিলা পাইলট ছিলেন ইন্ডিগোতে, এই অর্থবর্ষে তা ৪৪ শতাংশ বেড়েছে।  



আরও পড়ুন: Fixed Deposit: আরও বাড়ছে ফিক্সড ডিপোজিটের সুদের হার, বিশেষ স্কিম এনেছে এই ব্যাঙ্কগুলি