Continues below advertisement

Centre On IndiGo Flights Cancelled : নতুন নির্দেশ প্রত্যাহারের পরই এবার ইন্ডিগোর (IndiGo Flights Disruption) বিরুদ্ধে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। কেন হাজার হাজার যাত্রীকে ইন্ডিগোর কারণে হয়রানির শিকার (Centre On IndiGo Flights Cancelled) হতে হল, তানিয়ে তদন্ত করবে কমিটি।  

কী বলছে সরকারঅসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাগুলিকে বিশেষ করে ইন্ডিগোকে, তাদের কাজ স্থিতিশীল করতে ও জনসাধারণের আরও অসুবিধা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হল। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর মাধ্যমে জারি করা এক বিবৃতিতে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু নিশ্চিত করেছেন, যে সরকার এই বিঘ্নের কারণ তদন্তের জন্য একটি আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে।

Continues below advertisement

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপতদন্তে ইন্ডিগোর কার্যক্রমে কী ভুল হয়েছে তা খতিয়ে দেখা হবে, কাদের জবাবদিহি করা উচিত তা চিহ্নিত করা হবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে।পিআইবি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ভারত সরকার এই  বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে ইন্ডিগোতে কী ভুল হয়েছে তা পরীক্ষা করবে কমিটি। যথাযথ পদক্ষেপের জন্য যেখানে প্রয়োজন সেখানে জবাব চাওয়া হবে। এই কমিটি ভবিষ্যতে একই ধরনের সমস্যা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে, যাতে যাত্রীরা আবার এই ধরনের সমস্যার সম্মুখীন না হন।"

 মাত্র কয়েক দিনেই বদলে গেছে ভারতের বিমান পরিষেবার চিত্র। অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নির্দেশে কিছুদিন ধরেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে বিপুল সংখ্য়াক উড়ান বাতিল করে দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ (Indigo Flights)। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় বিমানযাত্রীদের। শেষমেষ বাধ্য় হয়ে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA। কত উড়ান বাতিল করেছে কর্তৃপক্ষএখনও পর্যন্ত ইন্ডিগোর ৫৫০টি-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA। পাইলট ও কেবিন ক্রু-দের ডিউটি ও বিশ্রামের নতুন নিয়ম প্রত্যাহার করতে বাধ্য় হয়েছে অসামরিক বিমান চলাচল অধিদফতর। দেশজুড়ে যাত্রী দুর্ভোগের জেরে শয়ে শয়ে বিমান বাতিলের প্রেক্ষিতে এই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্য়ান্য় বিমান সংস্থাগুলি। দিল্লি বা মুম্বইয়ের টিকিট কিনতে গেলে ৫০ থেকে ৬০ হাজার গুনতে হচ্ছে বলেও অভিযোগ।