IGL Stock Price: ভারতের সবথেকে বড় সিএনজি গ্যাস সরবরাহ কেন্দ্র ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। এই ত্রৈমাসিকে IGL সংস্থা মোট ৩৮২.৮০ কোটি টাকা মুনাফা করেছে। ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থার মুনাফা (Dividend Stock) হয়েছিল ৩২৯.৭৫ কোটি টাকা। অর্থাৎ গত বছরের থেকে মুনাফা বেড়েছে ১৬ শতাংশ।


কত ডিভিডেন্ড দেবে সংস্থা


অন্যদিকে এই সংস্থার টার্ন ওভার জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে যেখানে ৩৯৪৯.১৭ কোটি টাকা ছিল, সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই টার্নওভার দাঁড়ায় ৪০৪২.৫৭ কোটি টাকা। এবার এই বিপুল মুনাফার কারণে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড (Dividend Stock) দিতে চলেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। প্রত্যেক ২ টাকা ফেসভ্যালুর শেয়ারে ২৫০ শতাংশ ডিভিডেন্ড দেবে এবার IGL সংস্থা।  


কত মুনাফা হয়েছে এই অর্থবর্ষে


সমগ্র ২০২৩-২৪ অর্থবর্ষে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের মোট মুনাফা হয়েছে ১৪৭৮.৪৮ কোটি টাকা, যেখানে ২০২২-২৩ অর্থবর্ষের মোট মুনাফার অঙ্ক ছিল ১৪৪৫.০২ কোটি টাকা। ২১ শতাংশ বেড়েছে বার্ষিক মুনাফার পরিমাণ। ২০২২-২৩ অর্থবর্ষে IGL-এর মোট টার্নওভার ছিল ১৫,৫৪৩.৬৭ কোটি টাকা, সেখানে এই সংস্থার এই বছরের মোট টার্নওভার দাঁড়িয়েছে ১৫,৪০৩.২৩ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমে যাওয়ার কারণে বিক্রির হার কমে গিয়েছে সংস্থার।


কত দামে ট্রেড করছে শেয়ার


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংস্থার বোর্ড তাঁদের শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে IGL তাঁর শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড (Dividend Stock) দিয়েছে। আজ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় ১.৪৪ শতাংশ কমে IGL-এর শেয়ারের দাম বন্ধ হয় ৪৩৬.৫৫ টাকায়।


সংস্থার ব্যবসা


দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, কারনাল, ফতেহপুর, আজমীর, মুজফ্‌ফরপুর সহ বিভিন্ন শহরে ২৫ হাজার কিলোমিটারের একটি পাইপলাইন তৈরি করেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। সারা দেশে এই সংস্থার মোট ১৫০টি সিএনজি স্টেশন রয়েছে। ২৫ লক্ষ বাড়িতে PNG সরবরাহ করে এই সংস্থা।     


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Aadhar Housing Finance IPO : আগামীকাল খুলবে আধার হাউজিং ফিন্যান্সের আইপিও, কিনতে চাইলে জানতেই হবে এই ১০টি বিষয়ে