কলকাতা: তাঁর প্রথম ছবি, আর তাই, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। সপ্তাহান্তে ছবির সাফল্যে তাই উচ্ছ্বসিত মানসী সিংহ (Manoshi Sinha)। দর্শকদের প্রশংসা তো রয়েছেই, তবে এক বিশেষ মানুষ 'এটা আমাদের গল্প' (Ata Amader Golpo) ছবিটির পরিচালকের সুখ্যাতি করে পোস্ট করেছেন। তিনি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) অভিনীত, মানসীর প্রথম পরিচালনা কেমন লাগল আবিরের? 


সোশ্যাল মিডিয়ায় আজ মানসীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আবির নিজেই। তিনি লিখেছেন, 'নতুন করে 'আলাপ' করুন, মানসী সিংহের সঙ্গে। এই বছরের বাংলা ছবির গেমচেঞ্জার এই ছবি, 'এটা আমাদের গল্প' । মানসীদি এই ছবিটার হাত ধরেই প্রথম পরিচালনার দুনিয়ায় পা রাখলেন। ওঁর এই কাজটা দুর্দান্ত হয়েছে। ম্যাজিক করছে। সত্যিই এটা আমাদের গল্প। অসংখ্য অভিনন্দন মিষ্টুদি'। ছবিতে দেখা যাচ্ছে, সেলফিটা তুলেছেন আবির আর তাঁর পাশেই, তাঁর কাঁধে মাথা রেখে হাসছেন মানসী। প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে আবিরেরও নতুন ছবি, 'আলাপ'।


মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রযোজিত 'এটা আমাদের গল্প' ছবিটি মূলত এক এমন অদ্ভূত ভালাবাসার গল্প বলে, যাকে সাধারণ হাসি মুখে মেনে নিতে চায় না মানুষেরা। সমাজ, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে একটা বয়সের পরে শেষমেষ যেন একা হয়ে যান মানুষ। সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে.. তা কি অপরাধ? 


এই গল্পে শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র এমনই। একজন বাঙালি, অন্যজন অবাঙালি। দুজনের মধ্যে বেমানান অনেক কিছুই, মিল কেবল একটাই। ভাল থাকার চেষ্টা। আর সেই চেষ্টাই কাছাকাছি আনে দুটো মানুষকে। কিন্তু তাদের পরিবার? দুটি মানুষের কাছে আসা নিয়ে পরিবারের মধ্যেই তৈরি হয় মতভেদ। পাশে থাকা, না থাকা... সব মিলিয়ে পরিবারের মধ্যেও তৈরি হয় দ্বন্দ্ব। শেষমেষ সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে।


 






আরও পড়ুন: Arijit Singh: যেন পাড়ার ছেলে... স্ত্রীকে নিয়ে জিয়াগঞ্জে নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন অরিজিৎ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।