Influencer Ravindra Bharati: সম্প্রতি শেয়ার বাজার নিয়ে যে সমস্ত ব্যক্তি মিথ্যে খবর ছড়ায় বা অবাস্তব রিটার্নের প্রলোভন দেখায়, বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আর একইভাবে প্রভাবশালী ফিনান্স ইনফ্লুয়েন্সার রবীন্দ্র ভারতীর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করেছে সেবি। ১২ কোটি টাকার জরিমানা দিতে বলেছে সেবি। ১০০০ শতাংশ গ্যারান্টেড রিটার্ন (Influencer Ravindra Bharati) পাইয়ে দেওয়ার মিথ্যে প্রলোভনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর স্ত্রী শুভাঙ্গী ও তাঁর সংস্থা RBEIPL-এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সেবি তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করেছে।
রবীন্দ্র ভারতীর স্ত্রী ও সংস্থার উপরে নিষেধাজ্ঞা
সেবি রবীন্দ্র ভারতী (Influencer Ravindra Bharati) এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের উত্তরে জানিয়েছে যে তাঁরা কোনও ভাবেই শেয়ার বাজার সম্পর্কিত কোনও কার্যকলাপে অংশ নিতে পারবেন না। একটি এসক্রো অ্যাকাউন্টে ১২ কোটি টাকা জরিমানা জমা করতে বলেছে সেবি। এই টাকা অন্যায্যভাবে আদায় করেছেন রবীন্দ্র ভারতী, এমনটাই দাবি সেবির। ২০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে রবীন্দ্র ভারতীর। ২০১৬ সালে রবীন্দ্র ভারতী এডুকেশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্র ভারতী ও তাঁর স্ত্রী শুভাঙ্গী।
ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অভিযোগ
রবীন্দ্র ভারতী মূলত তাঁর ইউটিউব চ্যানেলে স্টক মার্কেটে ট্রেডিং সংক্রান্ত শিক্ষামূলক ভিডিয়ো পোস্ট করতেন। শেয়ার মার্কেট সংক্রান্ত একটি ওয়েবসাইটও চালাতেন তিনি। শেয়ার মার্কেট ভারতী এবং ভারতী শেয়ার মার্কেট হিন্দি নামে দুটি ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। ১৮.২২ লক্ষ গ্রাহক রয়েছে এই চ্যানেলের।
বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য ব্যবস্থা
সেবি জানিয়েছে যে এই প্রতিষ্ঠান ভুল পরামর্শ দিচ্ছে। এছাড়াও যারা এই সংস্থা চালাচ্ছেন তাঁরা ব্যবসা করার জন্য অফিসিয়ালি নির্বাচিত নন। বিনিয়োগকারীদের (Influencer Ravindra Bharati) নিরাপদ রাখতে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেবির তরফে। এই সংস্থা, রবীন্দ্র ভারতী এবং তাঁর স্ত্রী বিনিয়োগকারীদের ১০০০ শতাংশ রিটার্ন দেবার মিথ্যা প্রলোভন দেখিয়েছিলেন।
শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখা দরকার
সেবি তাঁর আদেশে জানিয়েছে যে, শেয়ার বাজার এখন খুবই ভাল দিকে চলেছে। আগের থেকেও বেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ নজরে এসেছে। ফলে তাঁদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর তাই বিশাল রিটার্নের গ্যারান্টি দেওয়ার বিরুদ্ধে সবসময় কঠোর পদক্ষেপ করে সেবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stock Market Holiday: নবরাত্রি উপলক্ষে আগামীকাল কি শেয়ার বাজার বন্ধ থাকবে?