Dividend Stock: গতকাল বৃহস্পতিবার ইনফোসিস সংস্থায় বড় খবর ঘোষণা হয়েছে। সুখবর এই সংস্থার সমস্ত শেয়ারহোল্ডারদের জন্য। শেয়ার কেনা থাকলেই এবার হবে বাড়তি মুনাফা। এবার ইনফোসিস সংস্থার পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য চূড়ান্ত ডিভিডেন্ড (Infosys Dividend) ঘোষণা করা হয়েছে। শেয়ার পিছু ২২ টাকা করে ডিভিডেন্ড (Dividend Stock) দেওয়া হবে। একইসঙ্গে ইনফোসিস তাদের ৩১ মার্চ শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলও প্রকাশ করেছে।
গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ইনফোসিসের (Infosys Dividend) শেয়ার ০.৫১ শতাংশ বেড়ে ১৪২০ টাকায় বন্ধ হয়েছিল। এর আগের দিন যদিও এই শেয়ারের দাম বন্ধ হয়েছিল ১৪১৩ টাকায়। ইন্ট্রাডে-তে বৃহস্পতিবার এই সংস্থার শেয়ারের সর্বোচ্চ স্তর ছিল ১৪২৯ টাকা এবং সর্বনিম্ন স্তর ছিল ১৩৭৮ টাকা। ইনফোসিসের বাজার মূলধন রয়েছে ৫.৮৯ লক্ষ কোটি টাকায়। এর আগে এই টেক সংস্থা ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছিল শেয়ার পিছু ২১ টাকা হারে। ফলে এক বছরে প্রতি শেয়ারের জন্য এই সংস্থা ৪৩ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে শেয়ারহোল্ডারদের।
ইনফোসিস দেবে ডিভিডেন্ড- রেকর্ড ডেট কবে
ডিভিডেন্ডের ঘোষণার জন্য ইনফোসিসের বার্ষিক সাধারণ সভা আয়োজন হওয়া দরকার, আর এই সভা এবং চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণার রেকর্ড ডেট স্থির করা হয়েছে ৩০ মে, ২০২৫। আর এই সময়ের মধ্যে আপনি শেয়ারহোল্ডার হিসেবে যোগ্য বিবেচিত হলে আগামী ৩০ জুন ২০২৫ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিভিডেন্ড জমা হয়ে যাবে।
চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল
প্রথম সারির টেক সংস্থা ইনফোসিসের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে গতকালই। এই সংস্থার নেট মুনাফা ইয়ার অন ইয়ার ভিত্তিতে ১১.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭০৩৩ কোটি টাকায়। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই সংস্থার রাজস্ব ইয়ার অন ইয়ার ভিত্তিতে বেড়েছে ৭.৯ শতাংশ, এক বছর আগে এই রাজস্ব একই মেয়াদে ছিল ৩৭,৯২৩ কোটি টাকা আর তা বেড়ে হয়েছে ৪০,৯২৫ কোটি টাকা।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ । বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )