Recruitment News: যে সমস্ত পড়ুয়ারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বড় সুখবর। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় এবার নিয়োগ হতে চলেছে। নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। মোট ২০০টি টেকনিশিয়ান পদের (NCL Recruitment 2025) জন্য করা হবে এই নিয়োগ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিগত ১৭ এপ্রিল থেকেই। অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Recruitment News) করা যাবে এই আবেদন।

নর্দার্ন কোলফিল্ড লিমিটেড সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট nclcil.in-এ গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগামী ১০ মে ২০২৫ পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

কোন কোন পদে হবে এই নিয়োগ

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড সংস্থায় মোট ২০০টি পদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদ রয়েছে এর মধ্যে। দেখে নিন কোন পদে কতজন নেওয়া হবে সংস্থায়,

টেকনিশিয়ান ফিটার (ট্রেনি) ক্যাটাগরি ৩ – ৯৫টি পদ

টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান (ট্রেনি) ক্যাটাগরি ৩ – ৯৫টি পদ

টেকনিশিয়ান ওয়েল্ডার (ট্রেনি) ক্যাটাগরি ৩ – ১০টি পদ

এনসিএল টেকনিশিয়ান নিয়োগে কী যোগ্যতা লাগবে

এই নিয়োগে কেবলমাত্র সেই প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন যারা স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন। এমনকী সংশ্লিষ্ট ট্রেডে যারা এনসিভিটি বা এসসিভিটি থেকে আইটিআই শংসাপত্র পেয়েছেন তারাই কেবলমাত্র এই নিয়োগের জন্য বিবেচিত হবেন যোগ্য হিসেবে।

বয়সসীমা কত হতে হবে

নর্দার্ন কোলফিল্ডে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগগুলিতে নিয়ম অনুসারে বয়সসীমায় ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

আবেদনের ফি কত দিতে হবে

এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদনের ফি জমা দিতে হবে। অসংরক্ষিত, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ১১৮০ টাকা। অন্যদিকে প্রতিবন্ধী ও বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনের ফি দিতে হবে না।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ করা হবে।  

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI