কলকাতা: ডেয়ারি ও মৎস্য শিল্পের জন্যও এই বারের বাজেটে বরাদ্দ করা হল বিশেষ কিছু উন্নয়নমূলক প্রকল্প।২০২৪ সালের অন্তবর্তী বাজেটে কৃষি নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার পরই তাঁর বক্তৃতায় উঠে আসে ডেয়ারি ও মৎস্য শিল্প সম্পর্কে একাধিক ঘোষণা।
বিশ্বে সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ
ভারত বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ। কিন্তু দুধ উৎপাদনকারী গবাদি পশুরা সেভাবে গুরুত্ব পাচ্ছে না। এমনটাই ইঙ্গিত ছিল অর্থমন্ত্রী নির্মলার বক্তৃতায়। এর পরই তিনি পশুদের উন্নয়নে বেশ কয়েকটি সুবিধার কথা ঘোষণা করেন।
ডেয়ারি শিল্পের জন্য ঘোষণা
- ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নামের একটি রোগে গবাদি পশুরা প্রায়ই আক্রান্ত হয়। সেই রোগ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে সরকার।
- ভারতে দুধ উৎপাদনকারী গবাদি পশুদের (milch-animals) উৎপাদনের পরিমাণ অনেকটাই কম। এই পরিস্থিতিতেই দেশ বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই অবস্থাকে সামাল দিতেও এবার বেশ কয়েকটি প্রকল্প চালু করবে কেন্দ্র।
- রাষ্ট্রীয় গোকূল মিশন, জাতীয় পশুসম্পত্তি (লাইভস্টক) মিশন ও পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দেওয়া হবে। পাশাপাশি পশুপালনের দিকেও জোর দেবে কেন্দ্রের ২০২৪ সালের বাজেট পরিকল্পনা।
মৎস্যসম্পদ ক্ষেত্রের জন্য ঘোষণা !
মৎস্যসম্পদ ক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে তিনি বলেন, মৎস্যসম্পদের জন্য আলাদা করে একটি মন্ত্রক গড়ে তুলেছে কেন্দ্রীয় সরকার। তাদের সুবিধা ও স্বার্থের কথা ভেবেই তা করা হয়েছে। ২০২৪ সালের বাজেটেও তাদের জন্য বেশ কয়েকটি ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
উৎপাদন বেড়েছে দ্বিগুণ
মৎস্যচাষের দিকে আলাদা করে নজর দেওয়ায় উৎপাদন বেড়েছে দ্বিগুণ। এমনটাই জানান নির্মলা সীতারমণ। এছাড়াও, সামুদ্রিক মাছ রপ্তানির হারও বেড়েছে। ২০১৩-১৪ সালের তুলনায় দশ বছরের রপ্তানির হার দ্বিগুণ হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে এবারের বাজেটে বেশ কিছু বরাদ্দ থাকল কেন্দ্রের।
মৎস্যসম্পদ ক্ষেত্রের জন্য ঘোষণা
- মৎসচাষে উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। পার হেক্টর উৎপাদন ৩ টন থেকে বাড়িয়ে ৫ টন করার সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের বাজেট।
- রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। রপ্তানি মূল্য ১ লাখ কোটি ছোঁয়ার কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ।
- অদূর ভবিষ্যতে ৫৫ লাখ নতুন কর্মসংস্থানের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
- এছাড়াও, মৎস্যসম্পদের ঘোষণায় সবশেষে বলেন, পাঁচটি ইন্টিগ্রেটেড অ্যাকোয়াপার্ক তৈরি করা হবে।
আরও পড়ুন - Interim Budget 2024: অন্নদাতাদের উন্নয়নে কী ঘোষণা এবারের বাজেটে ?