New Jeevan Anand Policy: দেশে অনেক বিমা কোম্পানি থাকলেও এখনও রাষ্ট্রায়ত্ত এই বিমা কোম্পানির ওপর ভরসা রাখে দেশের মানুষ। সেই কারণে সময়ে-সময়ে বিভিন্ন পলিসি নিয়ে আসে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। দেশের বৃহত্তম বিমা সংস্থার এই স্কিমগুলিতে বিনিয়োগ করে, আপনি আপনার সন্তানদের শিক্ষা, বিয়ে, অবসর ইত্যাদি ব্যয়ের পরিকল্পনা করতে পারেন। 

আজ আমরা আপনাকে LIC-এর একটি জনপ্রিয় স্কিম সম্পর্কে তথ্য দেব। এই স্কিমের নাম হল LIC New Jeevan Anand Policy (New Jeevan Anand Policy)। এলআইসি দীর্ঘদিন ধরে এই পলিসি চালাচ্ছিল। এখন সংস্থা একটি নতুন সংস্করণ চালু করেছে। জেনে নিন, কী রয়েছে এই পলিসিতে।

LIC Policy: এলআইসি নতুন জীবন আনন্দ নীতি সম্পর্কে জানুনLIC নতুন জীবন আনন্দ পলিসি হল একটি অংশগ্রহণমূলক এনডাউমেন্ট প্ল্যান , যাতে বিনিয়োগকারীরা সঞ্চয় ও সুরক্ষা উভয়েরই সুবিধা পাবেন৷ মনে রাখবেন, এটি এলআইসি জীবন আনন্দ-এর একটি নতুন রূপ। এই পলিসির বিশেষত্ব হল, এতে বিনিয়োগ করে আপনি দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন পেতে পারেন। এই নীতির মাধ্যমে বিনিয়োগ করলে আপনি নিশ্চিত রিটার্নের পাশাপাশি অতিরিক্ত সুবিধা পাবেন।

এই নীতির অধীনে আপনি নিয়মিত প্রিমিয়াম পেমেন্টের বিকল্পও পাবেন। পলিসি হোল্ডার যদি পলিসির মেয়াদপূর্তির আগ পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তিনি ম্যাচুরিটির পরিমাণ পাবেন ও মৃত্যুর ক্ষেত্রে নমিনিও ডেথ বেনিফিট পাবেন। এই পলিসির বিশেষ বিষয় হল আপনি ১০০ বছর পর্যন্ত পলিসি কভারের সুবিধা পেতে পারেন।

Insurance Policy: এই সুবিধাগুলি পলিসিতে পাওয়া যায়নতুন জীবন আনন্দ পলিসিতে, পলিসি হোল্ডার মেয়াদপূর্তিতে বিমাকৃত অর্থের সুবিধা পান, তবে মৃত্যুর ক্ষেত্রে পরিবার একটি নির্দিষ্ট অর্থ পায়। আপনি যদি পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকেন, তবে আপনি লাভের ভাগের সুবিধাও পাবেন। এর পাশাপাশি এই স্কিমে বিনিয়োগ করা আপনাকে কর ছাড়ের সুবিধা দেবে।

New Jeevan Anand Policy: মাত্র ৪৫ টাকায় ২৫ লক্ষ টাকা রিটার্ন পাবেনএলআইসি-র নতুন আনন্দ নীতির অধীনে, বিনিয়োগকারীরা কমপক্ষে ৫ লক্ষ টাকার নিশ্চিত পরিমাণ পাবেন৷ এই ক্ষেত্রে, আপনি যদি এই বিমাকৃত রাশিটি বেছে নেন, আপনি ৩৫ বছরের মেয়াদে মোট ২৫ লক্ষ টাকা পাবেন। আপনি যদি ৩৫ বছরের মেয়াদ বেছে নেন তবে এই স্কিমের অধীনে আপনাকে প্রতি বছর ১৬,৩০০ ও প্রতি মাসে ১,৩৫৮ টাকা বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে  মাত্র ৪৫ টাকা বিনিয়োগ করে আপনি মেয়াদপূর্তিতে মোট ২৫ লাখ টাকার মালিক হবেন।

আরও পড়ুন : Coromandel Express Accident: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা,ক্লেইমের নিয়ম সহজ করল LIC