Maruti XL6 facelift Review: দেখতে অনেকটাই বদলে গিয়েছে গাড়ি। মারুতি সুজুকির নতুন XL6-এ দেওয়া হয়েছে  এসইউভি ডিজাইন। সঙ্গে এবার আরও বেশি মাইলেজ ক্ষমতা দিচ্ছে কোম্পানি। নতুন এমপিভিতে নয়া ইঞ্জিন ছাড়াও একটি নতুন অটোমেটিক গিয়ারবক্স দেওয়া হয়েছে। বদলে দেওয়া হয়েছে গাড়ির অন্দরসজ্জা। 


Maruti XL6 facelift: বাইরে থেকে কেমন দেখতে গাড়ি ? 
রাস্তায় বেরোলেই নজর কাড়বে এই গাড়ি। নতুন ডিজাইন দেওয়া হয়েছে গাড়িতে। সামনে নতুন এলইডি রিফ্লেক্টর হেডল্যাম্প রয়েছে (ডিআরএল সহ) যেখানে একটি বড় ক্রোম বার দিয়েছে মারুতি। সঙ্গে রয়েছে চওড়া নতুন গ্রিল, যা গাড়িতে আরও প্রিমিয়াম করে তোলে। এরই সঙ্গে দেখতে পাবেন ফাক্স স্কিড প্লেট ও এসইউভি ক্ল্যাডিং। যার দৌলতে এমপিভি হয়েও কিছুটা SUV-র মতো দেখায় গাড়ি। সবথেকে বড় বিষয়, এবারের 16 ইঞ্চির অ্যালয় হুইল,  যা গাড়িতে পার্থক্য গড়ে দেয়। পিছনের দিকে একটি ধূসর ফিনিশ সহ স্মার্ট নতুন LED টেইলল্যাম্প 
রয়েছে। নতুন ডুয়াল টোন শেড থাকলেও, নেক্সা ব্লু রং দারুণ মানিয়েছে গাড়িতে। গাড়ির পেইন্ট ফিনিশ সুন্দর ও বিল্ড কোয়ালিটিও মজবুত  করা হয়েছে।


Maruti XL6 facelift: গাড়ির ভিতরটা কেমন ? 


গাড়ির অন্দরসজ্জায় একটি সম্পূর্ণ কালো থিম রাখা রয়েছে। যা Ertiga থেকে আলাদা করে এই গাড়িকে। তবে নতুন একটি সিলভার ফিনিশ দেওয়া হয়েছে এই এমপিভিতে। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দেয় দরজা বন্ধ করার আওয়াজ। দরজার আশ্বস্তকর শব্দের সাথে বন্ধ হওয়ায় সাধারণভাবেই নিজেদের সুরক্ষিত মনে করবেন যাত্রীরা। ছাদের আস্তরণ ও দরজার প্যাডগুলিও ভাল মানের। গাড়িতে একটি 7 ইঞ্চি টাচ স্ক্রিন সহ একটি সম্পূর্ণ নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। 


Maruti XL6 facelift: নতুন কী বৈশিষ্ট্য গাড়িতে
টাচস্ক্রিনের আকার খুব ছোট কিন্তু ইন্টারফেস ও টাচ রেসপন্স বেশ ভাল রয়েছে গাড়িতে। 360 ডিগ্রি ভিউ ক্যামেরা সহ অনেকগুলি নতুন বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে। যার সঙ্গে পাবেন ভেন্টিলেটেড সিটস (যা খুব দ্রুত ঠান্ডা হয়), স্মার্টফোন অ্যাপ ও স্মার্টওয়াচের মাধ্যমে এবার কানেকটেড কার টেকনোলজির মাধ্যমে নিজেরে গাড়ির সঙ্গে জুড়তে পারবেন ক্রেতা। প্রিমিয়াম ফিচার-সহ গাড়িতে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইটিং, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, টেলিস্কোপিক স্টিয়ারিং, ফোর এয়ারব্যাগ (ড্রাইভার, কো-ড্রাইভার ও ফ্রন্ট সিট সাইড), হিল হোল্ড অ্যাসিস্ট 
(এইচএইচএ) সহ ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ইএসপি)। গাড়িতে ছয়টি এয়ারব্যাগ ছাড়াও ইউএসবি পোর্ট দিয়েছে কোম্পানি।


Maruti XL6 facelift: গাড়িতে কতটা জায়গা রয়েছে ?


আপনি গাড়ির কেবিনে বড় জায়গা চাইলে XL6 ভাল অপশন। এটি 6-সিটার লে-আউটের সঙ্গে ক্যাপ্টেন সিট দেয়। এর আসন বেশ নরম। গাড়ির দ্বিতীয় সারিতে চমৎকার হেডরুম সহ প্রচুর জায়গা ও লেগরুম পাবেন। সঙ্গে ভাল থাই সাপোর্ট দিচ্ছে মারুতি। তৃতীয় সারির সিটগুলোতেও হেলান দিয়ে বসতে পারবেন। সানরুফ না থাকলেও 3টি স্টেজ কন্ট্রোল সহ ছাদে মাউন্ট করা ভেন্টগুলি গ্রীষ্মের সবচেয়ে খারাপ সময়ে খুব কাজে দেবে।


Maruti XL6 facelift: ড্রাইভিং অভিজ্ঞতা


XL6 একটি পেট্রল ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়। এতে এখন পাবেন 1.5l ইঞ্জিন। যা 103bhp/137Nm টর্ক তৈরি করে। এই নতুন পেট্রল ইঞ্জিনে একটি স্মার্ট হাইব্রিড ডুয়ালজেট প্রযুক্তি রয়েছে। এটি একটি স্টার্ট/স্টপ সিস্টেমের সঙ্গে পাওয়া যায়। একটি 5-স্পিড ম্যানুয়ালের পাশাপাশি, একটি 6-স্পিড অটোমেটিক ড্রাইভিং অভিজ্ঞতা পাওয়া যাবে এই গাড়িতে। এবার গাড়িতে প্যাডেল শিফটারও অফার করে মারুতি। ইঞ্জিনে কোনও আওয়াজ পাবেন না। এছাড়াও হালকা টাইট স্টিয়ারিং রাস্তায় XL6 চালানো অনেক সহজ করে তোলে। বড় গাড়ি হওয়া সত্ত্বেও  
16/17 kmpl মাইলেজ দেয় এই গাড়ি। 


Maruti XL6 facelift: দাম কত গাড়ির ?


এই গাড়ির দাম শুরু 11.2 লক্ষ টাকা থেকে। যেখানে টপ-এন্ড মডেলগুলি 14.55 লক্ষ টাকা রাখা হয়েছে। উন্নত বিল্ড কোয়ালিটি এই গাড়িকে আরও আকর্ষণীয় প্যাকেজ করে তুলেছে। গাড়ির ভিতরে বড় জায়গা, নতুন গিয়ারবক্স গাড়িতে নতুন মাত্রা জুগিয়েছে।তবে সেই অনুযায়ী নিরাপত্তার আরও বৈশিষ্ট্য দেওয়া উচিত ছিল গাড়িতে।টপ-এন্ড ভেরিয়েন্টের দামও এখন অনেক বেশি রাখা হয়েছে।


আরও পড়ুন : Ducati Multistrada v2: ১৪.৬৫ লক্ষ টাকা থেকে দাম শুরু, ডুকাতি মাল্টিস্ট্রাডা এল বাজারে