বেঙ্গালুরু: অ্যাপলের সর্বাধুনিক মডেল পেতে আর আপনাকে বেশি হা পিত্যেশ করতে হবে না। ভারতেই এবার তৈরি হতে চলেছে আই ফোন ১২। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি সময়ে ভারতে এর উৎপাদন শুরু করতে চলেছে অ্যাপলের অংশীদারী সংস্থা (সহযোগী সংস্থা) উইশট্রন।
এর আগে ভারতে সরাসরি উৎপাদন না করলেও অ্যাসেমবেল করে অ্যাপলের আগের বেশ কয়েকটি মডেল বানিয়েছে সংস্থাটি। তার মধ্যে অত্যাধুনিক অ্যাপল ১১, অ্যাপল এক্স আর, তো রয়েইছে, এমনকী অ্যাপলের আগের ভার্সন আই ফোন ৬এস, আই ফোন সেভেনও রয়েছে। ভারতে আই ফোন ১২ তৈরি শুরুর কথা যদিও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি অ্যাপল। একটিস সূত্র জানাচ্ছে আই ফোন সেভেন ভারতে তৈরি হলে তা হবে সপ্তমতম মডেল। একাংশের মতে কর্নাটকে উইশট্রনের কারখানায় এই উৎপাদন হবে। চলতি বছরের শেষে আই ফোন এস ই(২০২০) তৈরির পরিকল্পনা রয়েছে এই সংস্থার।।
এর জন্য ১০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে উইশট্রনের। তবে অ্ন্য একটি সূত্রের মতে উৎপাদনের জন্য কর্নাটককে বেছে নিলেও, সর্বাধুনিক মডেল তৈরির কাজ শুরু হবে বেঙ্গালুরু থেকে ৭০ কিলোমিটার দূরে কোলার জেলার নারাসাপুরায়।
তবে অ্যাপল যে তাদের উৎপাদন ক্ষেত্রে চিন থেকে সরিয়ে ভারতে আনতে চলেছে তা এ মাসের গোড়াতেই জানা গিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছিলেন, অ্যাপলের সহযোগী সংস্থাগুলি যেমন উইশট্রন, ফক্সকন, পেগাট্রন ভারতে বিনিয়োগে আগ্রহী। কেন্দ্রের ভর্তুকিমূলক প্রকল্পে সাড়া দিয়ে কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল সংস্থাগুলি। ভারতে অ্যাপল তৈরি হলে আগের চেয়ে সস্তায় আই ফোন সর্বাধুনিক মডেল পাওয়া যাবে ভেবেই খুশি আই-ফোন প্রেমীরা।