নয়াদিল্লি: ‘ফুসফুসে সংক্রমণ, চিকিত্‍সায় সামান্য উন্নতি। এখনও ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক মাপকাঠি এখনও স্থিতিশীল। সর্বক্ষণ নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিত্‍সক দল।’ মেডিক্যাল বুলেটিনে জানাল দিল্লির সেনা হাসপাতাল।


দিল্লির সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে আজ জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসের সংক্রমণের চিকিত্‍সায় সামান্য সাড়া মিলেছে। প্রাক্তন রাষ্ট্রপতি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন।


তাঁর শারীরিক মাপকাঠি এখনও স্থিতিশীল রয়েছে। তাঁর ওপর সর্বক্ষণ নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিত্‍সকদের একটি দল। দিল্লির ওই সেনা হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েচেন প্রণব মুখোপাধ্যায়।