iPhone 16 Banned: আইফোন ১৬ নিয়ে সারা বিশ্ব জুড়ে উন্মাদনা। আইফোনের নতুন ভার্সন নিয়ে এখন চর্চা তুঙ্গে। তবে এবার এই দেশে আইফোন ১৬ (iPhone 16 Banned) নিয়ে গেলে পড়তে হবে কঠিন সমস্যায়। আইফোন কেনা-বেচা এবং ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেছে এই দেশের সরকার। দেশের নাম ইন্দোনেশিয়া। সম্প্রতি ইন্দোনেশিয়ার (Indonesia) শিল্পমন্ত্রী অ্যাগাস গুমিওয়াং কর্তাসস্মিতা মঙ্গলবার জানিয়েছেন যে ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ ব্যবহার সম্পূর্ণ বেআইনি, বাইরের দেশ থেকেও যাতে এই ফোন কোনো গ্রাহক কিনে না আনেন তার জন্য সতর্কতা জারি করা হয়েছে।


ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হয়েছে আইফোন ১৬


ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী জানান যে দেশের মধ্যে কোথাও কেউ যদি আইফোন ১৬ ব্যবহার করে থাকে, তাহলে তা সম্পূর্ণ বেআইনি। অবিলম্বে এই আইফোন ব্যবহারের বিষয়ে সরকারকে অভিযোগ জানাতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও পুলিশকে। এমনকী তিনি এও জানিয়েছেন যে এই আইফোন ১৬-র জন্য কোনো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি সার্টিফকেশন অনুমোদন করা হবে না ইন্দোনেশিয়ায়।


কেন এল নিষেধাজ্ঞা


এই নিষেধাজ্ঞার মূল কারণ হল ইন্দোনেশিয়ায় অ্যাপলের অসম্পূর্ণ বিনিয়োগএর প্রতিশ্রুতি। অর্থাৎ টেক জায়ান্ট অ্যাপল একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইন্দোনেশিয়ায় মোট ১.৭১ ট্রিলিয়ন রুপিয়াহ্‌ বিনিয়োগ করবে, তার মধ্যে ১.৪৮ ট্রিলিয়ন রুপিয়াহ্‌ কেবলমাত্র বিনিয়োগ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এখনও বাকি রয়েছে ২৩০ বিলিয়ন রুপিয়াহ্‌। শিল্পমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন যে আইফোন ১৬-র অনুমোদন তারা এখনও দিতে পারেন, কিন্তু অ্যাপলের বিনিয়োগও দেশে বাকি রয়েছে অনেকটাই। এর আগে মাসের শুরুতে মন্ত্রী জানান, অ্যাপলের কাছ থেকে আরো বিনিয়োগ আসার কথা রয়েছে, ফলে এখনও টিকেডিএন সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই এখন দেশে আইফোন ১৬ বিক্রি করা যাবে না।


মূলত এই টিকেডিএন সার্টিফিকেশন হল ডোমেস্টিক কম্পোনেন্ট লেভেল সার্টিফিকেশন যার মাধ্যমে ইন্দোনেশিয়াতে অ্যাপলের পণ্য বিক্রি করতে হলে সংস্থাকে ন্যূনতম ৪০ শতাংশ স্থানীয় কনটেন্ট ভ্যালুর দরকার পড়বে। অ্যাপল ইন্দোনেশিয়ায় যে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়া শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল, এই সার্টিফিকেশন সরাসরি এর সঙ্গেই যুক্ত। দেশে তৈরি হওয়ার কথা ছিল অ্যাপল অ্যাকাডেমিক্স।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: PM Mudra Yojana : প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের সীমা ১০ থেকে বেড়ে হল ২০ লক্ষ টাকা, কারা আবেদনের যোগ্য?