বঢোদরা: আইপিএল নিলাম যত এগিয়ে আসছে, তত বাড়ছে তারকা ক্রিকেটারদের নিয়ে জল্পনা। রোহিত শর্মা কি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন? শ্রেয়স আইয়ারকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স? আনক্যাপড প্লেয়ার হিসাবে চেন্নাই সুপার কিংসে থেকে যাবেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)?
এরকম নানাবিধ চর্চার মধ্যেই গুঞ্জন রয়েছে তাঁকে নিয়েও। তিনি, হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সে খেলেই যাঁর উত্থান, পরিচিতি। পরে অবশ্য মুম্বই ছেড়ে দেন। যোগ দেন আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সে। আর অধিনায়ক হিসাবে প্রথম আইপিএলেই গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেন হার্দিক।
তবে গুজরাতের সঙ্গে হার্দিকের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। দু'মরশুম খেলার পরই গুজরাত ছেড়ে দেন তিনি। তাঁকে নেয় পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্স। শুধু নেয়ই না, তাঁকে অধিনায়কও করা হয় দলের। রোহিত শর্মাকে সরিয়ে। যা নিয়ে প্রবল বিতর্ক হয়। মুম্বইকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করা রোহিতকে সরিয়ে দেওয়া মেনে নিতে পারেননি সমর্থকেরা। হার্দিককে আক্রমণ, ট্রোলিং চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়।
তার মাঝে হার্দিকের ব্যক্তিগত জীবনেও ঝড় ওঠে। স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদ হয় হার্দিকের। দুজনই সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণা করেছিলেন। আপাতত পুত্র অগস্ত্যকে নিয়ে সার্বিয়ায় আছেন নাতাশা।
এর মাঝেই শোরগোল পড়ে গিয়েছে হার্দিকের একটি পোস্টকে কেন্দ্র করে। শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিক নিজের প্র্যাক্টিসের একটি ভিডিও দেন। সঙ্গে লেখেন, প্র্যাক্টিসই নিখুঁত করে তোলে। এর পর আরও একটি স্টোরি দেন হার্দিক। সেখানে লেখা, 'আমি বড় একটা ঘোষণা করতে চলেছি। সকলে শীঘ্রই জানতে পারবেন।' তারপর থেকেই জোর জল্পনা, হার্দিক কী ঘোষণা করতে চলেছেন?
কারও কারও মতে, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা বলতে পারেন। যদিও বেশিরভাগই মনে করছেন যে, রিটেন কাদের করা হবে, আর কাদের ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে বোর্ডের নির্দিষ্ট নিয়ম আছে। সেই ডেডলাইন মেনে তা জানানোর কথা মুম্বই ইন্ডিয়ান্সেরই। এভাবে হার্দিক তা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করতে পারেন কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।
কেউ কেউ আবার বলছেন, নতুন সম্পর্কের কথাও ঘোষণা করতে পারেন বঢোদরার অলরাউন্ডার। তাহলে কি নাতাশার পরে হার্দিকের জীবনে এসেছেন নতুন কেউ?
আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার