iPhone 16 Launch: আপনি যদি এই পুজোর মরশুমে অ্যাপলের নতুন আইফোন ১৬ (iPhone 16 Sale) কিনতে চান, তাহলে আপনার জন্য একটা ভাল খবর আছে। এখন ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে আপনি এই ফোন পেয়ে যাবেন। মাত্র ১০ মিনিটের মধ্যে ঘরে বসে অর্ডার (iPhone 16 Order) করেই হাতে পেয়ে যাবেন এই আইফোন ১৬।
ব্লিঙ্ক ইট এবং বিগ বাস্কেটের অফার
ই-কমার্স ওয়েবসাইটগুলিতে যেমন এই আইফোন ১৬-র বিক্রি শুরু হয়ে গিয়েছে, করা যাচ্ছে অনলাইন অর্ডার, ঠিক তেমনিভাবেই কুইক কমার্স সেগমেন্টের সংস্থাগুলিও খুব দ্রুত এই আইফোন ১৬ ডেলিভারির ব্যবস্থা করেছে। বাজারে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই অফার নিয়ে এসেছে তারা। জোমাটোর কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কইট এবং টাটা গ্রুপের সংস্থা বিগ বাস্কেট এই আইফোন বিক্রি শুরু করেছে। এই দুই অ্যাপে অর্ডার করা যাচ্ছে আইফোন ১৬। এই পরিষেবার অধীনে বিভিন্ন বড় বড় শহরের গ্রাহকরা ঘরে বসে অর্ডার করলে মাত্র ১০ মিনিটের মধ্যেই হাতে পেয়ে যাবেন আইফোন ১৬।
এই শহরে শুরু হয়েছে পরিষেবা
আইফোন ১৬-র বিক্রি এবং দ্রুত ডেলিভারি শুরু হয়েছে আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর থেকে। বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইতে আজ বিগ বাস্কেটে অর্ডার দিলে ১০ মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে। টাটা গ্রুপের ইলেকট্রনিক রিটেইল ক্রোমার সঙ্গে যুক্ত হয়ে বিগ বাস্কেটও এই সুবিধে দিতে শুরু করেছে। এর মাধ্যমে উক্ত শহরগুলিতে গ্রাহকরা মাত্র ১০ মিনিটেই অনলাইন অর্ডারের মাধ্যমে হাতে পেয়ে যাবেন আইফোন ১৬।
এই সমস্ত পণ্যও দ্রুত ডেলিভারি করা হবে
আইফোন ১৬ ছাড়াও বিগ বাস্কেটে গ্রাহকরা আরও অন্যান্য সামগ্রী অনলাইন অর্ডারে খুব দ্রুত পেয়ে যাবেন। মোবাইল ফোন, ল্যাপটপ, প্লে স্টেশন কনসোল, মাইক্রো ওয়েভ ইত্যাদিও দ্রুত ডেলিভারি দিচ্ছে বিগ বাস্কেট। এর কুইক কমার্স পরিষেবা দিনে দিনে আরও বিস্তৃত করছে এই বিগ বাস্কেট সংস্থা। এর মাধ্যমে আরও কিছু পণ্য আসবে কুইক কমার্সে এবং আরও বেশ কিছু এলাকায় এই পরিষেবা চালু করা হবে।
ব্লিঙ্কইটও শুরু করেছে এই পরিষেবা
মাত্র ১০ মিনিটেই আইফোন ১৬ ডেলিভারি শুরু করেছে ব্লিঙ্কইট সংস্থাও। সংস্থার পক্ষ থেকে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠানোর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর থেকেই এই পরিষেবা চালু করেছে ব্লিঙ্কইটও। এই সংস্থার সিইও অলবিন্দর ধিন্দসা এক্স হ্যান্ডলে এই তথ্য শেয়ার করেছেন।
আরও পড়ুন: Gold Price: একদিনেই ফের বদলে গেল সোনার দাম, এখন সোনা কিনলে খরচ কমবে না বাড়বে ?