Business News : ভারতে আইফোন বিক্রির Iphone Sales সংখ্যা দিন দিন বাড়ছে। অ্যাপল (Apple) ভারতের বাজারে প্রতি বছর আয় বাড়িয়ে চলেছে। 2022 সালের আর্থিক বছরে, ভারতে কোম্পানির আয় 45 শতাংশ বেড়ে 4 বিলিয়ন ডলার অর্থাৎ 33,000 কোটি টাকায় পৌঁছেছে।


কী বলছেন অ্যাপলের সিইও


এই বিষয়ে টিম কুক বলেছেন, 2022 সালের অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ভারতে সর্বোচ্চ আইফোন বিক্রি রেকর্ড করেছে। এর সঙ্গে সংস্থা আইফোন বিক্রির সংখ্যাও ডাবল ডিজিটে চলে এসেছে। যা কোম্পানির কাছে খুবই ভাল খবর।


কেন ভারতে আইফোন বিক্রি বাড়ছে?
2021 সালে ভারতে 48 লক্ষ আইফোন বিক্রি হয়েছিল, যা 2020 সালের তুলনায় 75 শতাংশ বেশি। 2022 সালে সারা দেশে 70 লক্ষেরও বেশি আইফোন বিক্রি হয়েছে। এই পরিস্থিতিতে আইফোন ক্রেতার সংখ্যা প্রতি বছর দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। 2018 সাল পর্যন্ত সারা দেশে আইফোন ক্রেতার সংখ্যা ছিল মাত্র 20 লাখ। দেশে হঠাৎ করে আইফোন বিক্রি বৃদ্ধির পেছনে মূল কারণ কী, তা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে।


iPhone পাওয়া যাচ্ছে মাত্র 3,746 টাকার EMI-এ
মিডিয়া রিপোর্ট বলছে, দেশে প্রতি 10টি আইফোনের মধ্যে 7টি ইএমআই-তে কেনা হয়। ভারতে iPhone 14-এর দাম 79,900 টাকা। আপনি এটি অ্যাপল স্টোর থেকে EMI-এ মাত্র 9,404 টাকায় পেতে পারেন। এছাড়াও, দেশের বিপুল সংখ্যক মানুষ অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম থেকে ইএমআই-তে আইফোন কিনছেন। Amazon গ্রাহকদের কাছে iPhone 15 বিক্রি করছে মাত্র 3,746 টাকায়।


অ্যাপল ইএমআই-এর মাধ্যমে মধ্যবিত্তের কাছে পৌঁছেছে
অ্যাপল গত কয়েক বছরে ভারতে বাজার সম্প্রসারণের জন্য তার কৌশলে বড় পরিবর্তন করেছে। কোম্পানিটি ইএমআই-তে মানুষের কাছে Apple iPhone এবং MacBook ইত্যাদি বিক্রি করছে। এমন পরিস্থিতিতে উচ্চ আয়ের গোষ্ঠীর বাইরেও শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে অ্যাপল। আজকাল এমনকি শিক্ষার্থীরাও তাদের পকেটের টাকা দিয়ে অ্যাপল কিনতে পারে। প্রিমিয়াম ব্র্যান্ড হওয়া সত্ত্বেও ইএমআই বিকল্পের কারণে আইফোন এখন মধ্যবিত্তের হাতে পৌঁছে গেছে।


অ্যাপেলের তরফে জানানো হয়েছে ভারত-সহ বিশ্বের মোট ৯২টি দেশে নির্দিষ্ট ইউজারদের এই অ্যালার্ট নোটিফিকেশন পাঠানো হয়েছে। এতদিনে মোট ১৫০-র বেশি দেশে আইফোন ইউজারদের কাছে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। সেই তালিকাতেই ভারতের আইফোন ইউজাররাও এবার যুক্ত হয়েছে। অ্যাপেল সংস্থা তাদের সাপোর্ট পেজের মাহদ্যমে জানিয়েছে, ইমেল এবং আইমেসেজ নোটিফিকেশন পাঠানো হয়েছে সেই ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর যা ইউজারের অ্যাপেল আইডি- র সঙ্গে সংযুক্ত রয়েছে। ভারতে এখনও পর্যন্ত কত সংখ্যক ইউজার এবং কারা অ্যাপেলের তরফে এই নোটিফিকেশন অ্যালার্ট পেয়েছেন তা স্পষ্টভাবে জানা যায়নি। 


Share Market Next Week: সোমে এই তিন শেয়ার নজরে রাখতে পারেন,কোথায় পেতে পারেন লাভ ?