JEE Mains Paper 2: জয়েন্ট এন্ট্রান্স মেইনসের সেশন ২ পেপার ১-এর আনসার কি প্রকাশ করল এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA JEE)। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই সেশন ২-এর (JEE Mains 2024) পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা এনটিএ-র ওয়েবসাইট থেকে সহজেই এই আনসার কি ডাউনলোড করে নিতে পারবেন। jeemain.nta.ac.in ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে এই প্রাথমিক আনসার কি (JEE Mains Session 2 Paper 1 Answer Key)। আনসার কি-তে থাকবে মূল প্রশ্নপত্র এবং তাঁর পাশে উল্লেখ থাকবে সঠিক উত্তর ও পরীক্ষার্থীর দেওয়া উত্তর।


কবে হয়েছিল পরীক্ষা


বিগত ৪, ৫, ৬, ৮ ও ৯ এপ্রিল এই ৫ দিন ধরে আয়োজিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স মেইনসের সেশন২-এর পেপার ১-এর পরীক্ষা। সারা দেশের মোট ৩১৯টি শহরে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। এর সঙ্গে সঙ্গে ভারতের বাইরেও ২২টি শহরে আয়োজিত হয়েছিল JEE Mains Session 2 Paper 1-এর পরীক্ষা।


অবজেকশন উইন্ডো খুলে গিয়েছে


শুধু যে আনসার কি প্রকাশিত হয়েছে তাই নয়, এর সঙ্গে সঙ্গে অবজেকশন উইন্ডোটিও খুলে গিয়েছে। আগামীকাল ১৪ এপ্রিল রাত্রি ১১টা পর্যন্ত এই উইন্ডোতে অবজেকশন জানাতে পারবেন ছাত্র-ছাত্রীরা। প্রশ্নপত্রের দেওয়া সঠিক উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জও করতে পারবেন। এর জন্য প্রতিটি প্রশ্ন চ্যালেঞ্জের ক্ষেত্রে ২০০ টাকা করে জমা দিতে হবে এনটিএ-র দফতরে। আর এই অবজেকশনের উপরে ভিত্তি করে JEE কর্তৃপক্ষ ফাইনাল আনসার কি প্রকাশ করবে বলে জানা গিয়েছে।


কীভাবে আনসার কি ডাউনলোড করবেন ?


প্রথমেই আপনাকে যেতে হবে NTA JEE-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.ac.in-এ


তারপর লগ ইন লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে।


এরপরেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার আনসার কি।


আনসার কি সম্পূর্ণ চেক করে ডাউনলোড করে নিতে হবে।


আনসার কি-তে কোনও ভুল চোখে পড়লে তা নির্দিষ্ট উত্তরের সঙ্গে অবজেকশন রেইস করা যায়।


বিগত ২ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছিল পরীক্ষার ইন্টিমেশন স্লিপ। এ থেকেই জানা গিয়েছিল পরীক্ষার্থীদের কোথায় কোথায় সিট পড়েছে জয়েন্ট এন্ট্রান্সের। পেপার ১-এর প্রতিটি পরীক্ষাই হয়েছে দুটি শিফটে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১২টা এবং পরের শিফট দুপুর ৩টে থেকে ৬টা। ২০২৪ সালে জয়েন্ট এন্ট্রাস মেনস ২০২৪-এর সেশন ২ পরীক্ষার জন্য প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্টার করেছিলেন বলে জানা গিয়েছে আর তাঁর মধ্যে ১০ লক্ষ পুরুষ পরীক্ষার্থী এবং ১৩ লক্ষেরও বেশি মহিলা পরীক্ষার্থী। ২৪ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য রেজিস্টার করেছিলেন।


আরও পড়ুন: QS World University Rankings: বিষয়ভিত্তিক শিক্ষায় দেশের সেরা JNU, আর কোথায় কী সবচেয়ে ভাল পড়ানো হয়, সামনে এল তালিকা


Education Loan Information:

Calculate Education Loan EMI