JNK India IPO: আজই বাজারে লিস্টিং হল এই শেয়ারের। বিপুল প্রিমিয়ামে তালিকাভুক্ত হল শেয়ার। এই সংস্থার আইপিও ৬২১ টাকায় লিস্টিং হয়েছে যেখানে সংস্থার আইপিওর ইস্যু প্রাইস ছিল ৪১৫ টাকা। ফলে ৫০ শতাংশ প্রিমিয়ামে বাজারে তালিকাভুক্ত হল এই সংস্থার শেয়ার (IPO Listing)। সংস্থার নাম জেএনকে ইন্ডিয়া (JNK India IPO)। আজকের বাজারে ৩১ শতাংশ প্রিমিয়ামে ট্রেড করছিল এই আইপিওর জিএমপি। আর এই জিএমপির থেকেও তালিকাভুক্তির সময় অনেক দাম বেড়ে গিয়েছে আইপিওর।
প্রায় ৬৫০ কোটির আইপিও ইস্যু করেছে সংস্থা
এই আইপিওর মাধ্যমে জেএনকে ইন্ডিয়া মোট ৬৪৯.৪৭ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করেছে। ২৩ এপ্রিল বাজারে চালু হয়েছিল এই আইপিওতে (IPO Listing) সাবস্ক্রিপশন, বিডিং চলেছিল বিগত ২৫ এপ্রিল পর্যন্ত। ২৮.৩ বার সাবস্ক্রাইব হয়েছে এই আইপিও। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই ৭৫.৭২ বার সাবস্ক্রাইব করেছেন এই জেএনকে ইন্ডিয়ার আইপিও (JNK India IPO)।
অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২৩.৩০ বার সাবস্ক্রাইব করেছেন এই আইপিও। আর সবশেষে ৪.১১ বার সাবস্ক্রাইব করেছেন খুচরো বিনিয়োগকারীরা। এর মাধ্যমে ৩০০ কোটি টাকার নতুন শেয়ার বাজারে ছেড়েছে সংস্থা। এই আইপিওর প্রাইসব্যান্ড ধার্য ছিল ৩৯৫ টাকা থেকে ৪১৫ টাকা।
বিপুল সাড়া এই শেয়ারে
৩০ এপ্রিল বাজারে লিস্টিং হল এই শেয়ার। বিরাট মুনাফা করেছে বিনিয়োগকারীরা। ৬২১ টাকায় ৫০ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে এই শেয়ার। জেএনকে ইন্ডিয়ার (JNK India IPO) শেয়ারের প্রতিটির ফেসভ্যালু রয়েছে ২ টাকা। একটি লটে এখানে ছিল ৩৬টি শেয়ার। ফলে কোনও বিনিয়োগকারীকে বিনিয়োগ করতে হলে ৩৬টির গুণিতকে শেয়ার কিনতে হত।
জেএনকে ইন্ডিয়ার ব্যবসা
মূলত তেল শোধনকারী সংস্থা এবং পেট্রোকেমিক্যাল কারখানাতে হিটিং যন্ত্রাদি নির্মাণ ও সরবরাহ করে জেএনকে ইন্ডিয়া। দেশীয় ও বিদেশি দুই ধরনের ক্লায়েন্টই আছে এই সংস্থার। ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার মোট আয় হয়েছে ৪০৭.৩২ কোটি টাকা। ২০২২ সালে যদিও এই আয় অনেক কম ছিল, সেই সময় গোটা ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থার আয় ছিল ২৯৬.৪০ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stock Market Today: ফের নিফটি- সেনসেক্সে পতন, আজ সেরা গেনার ও লুজার রইল এই স্টকগুলি