মুম্বই: তাঁর অভিনয় দক্ষতা, নম্র ভদ্র স্বভাব এবং শিশুসুলভ নিষ্পাপ অভিব্যক্তির জন্য, দর্শক অত্যন্ত পছন্দ করেন বাবিল খানকে (Babil Khan)। এবার তাঁকে ভালবাসার আরও এক কারণ পেলেন অনুরাগীরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইউটিউবার (YouTuber) প্রেম কুমারকে (Prem Kumar) ৫০ হাজার টাকা দান করছেন ইরফান-পুত্র। কেন? পালঘরে জলকষ্ট, সেই অবস্থা থেকে রেহাই পেতেই আর্থিক সাহায্য 'কলা' অভিনেতার।
ইউটিউবারের হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দিলেন বাবিল খান, ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে ইউটিউবার প্রেম কুমারকে ৫০ হাজার টাকা ট্রান্সফার করছেন অভিনেতা বাবিল খান। প্রেম কুমারকে তিনি বলেন, 'আমার নাম লেখার প্রয়োজন নেই, তুই খুব ভাল কাজ করছিস।' তিনি নাম লেখাতে না চাইলেও, ভিডিও ততক্ষণে ভাইরাল।
বাবিলের এই সাহায্যে স্বাভাবিকভাবেই আপ্লুত ইউটিউবার, প্রেম কুমার, যাঁকে সকলে 'ইউনিক ভাইরাল ভ্লগ' ইনস্টাগ্রাম ও ইউটিউব হ্যান্ডলে চেনে। অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা কমেন্টে লেখেন, 'প্রিয় বাবিল খান, তোমার অদম্য সাহায্যের জন্য যথেষ্ট ধন্যবাদ জানাতে পারব না। তোমার উদারতা আমাদের কাছে ও মুম্বইয়ের গ্রামের কাছে পরম প্রাপ্য। তোমার অনুদানের ৫০ হাজার টাকা এখানকার জলের সমস্যা দূর করতে অনেকটা সাহায্য করবে আমাদের। তোমার সহৃদয়তা যে সকল মানুষের প্রয়োজন তাঁদের জীবন বদলে অনেক বড় অবদান রাখছে। সহানুভূতির উজ্জ্বল উদাহরণ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার সমর্থন আমাদের একটি ভাল আগামীর আশা দেয়।' নিজের ইনস্টাগ্রামেও মুম্বইয়েক জাহওয়ার গ্রামের জলকষ্ট নিয়ে পোস্ট করেন তিনি। লেখেন, 'মুম্বইয়ের জাহওয়ার গ্রামে ২৪ দিন কাটিয়ে বাড়ি ফিরে এসেছি, যেখানে আমি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জলকষ্টের সঙ্গে লড়াইয়ে সহায়তা করার জন্য নিজেকে উৎসর্গ করি, এবং বুঝতে পারি যে আমার আর কোনও সঞ্চয় বাকি নেই। তখনই তোমার উদারতা আশার আলোর মতো জ্বলে উঠল। ধন্যবাদ বাবিল খান ভাই, তোমার সমর্থনের জন্য।'
প্রসঙ্গত, গতকাল ২৯ এপ্রিল ছিল ইরফান খানের মৃত্যুবার্ষিকী। বাবাকে স্মরণ করে একটি পোস্ট করেন বাবিল। আবেগঘনও শোনায় তাঁকে। পোস্টের শেষ বাক্যে তাঁকে লিখতে দেখা যায়, 'আমি হাল ছাড়ব না। তোমাকে খুব ভালবাসি।' বাবিল খানকে শেষ দেখা গিয়েছিল 'দ্য রেলওয়ে মেন' নামক ওয়েব সিরিজে এবং 'ফ্রাইডে নাইট প্ল্যান' নামক সিনেমায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।