Best IPO: চলতি বছর বিভিন্ন কোম্পানির আইপিও (IPO) শেয়ারবাজারে (Share Market) আলোড়ন সৃষ্টি করেছে। এই আইপিওগুলির ভাল পরিসংখ্যান এবং অর্থনৈতিক অগ্রগতির ওপর ভিত্তি করে বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স (BSE) 71 হাজার পয়েন্ট অতিক্রম করেছে । সেখানে এনএসই-র নিফটি (Nifty50) 21 হাজারের গণ্ডি পার করেছে।


আগামী সপ্তাহে পুঁজিবাজারে নামতে যাচ্ছে ১১টি কোম্পানি। এর মধ্যে ম্যানবোর্ড কোম্পানি রয়েছে ৭টি। তাদের আইপিওর আকার হবে 3910 কোটি টাকা। এছাড়াও চারটি এসএমই বাজারে 135 কোটি টাকার আইপিও আনবে। এক নজরে দেখে নেওয়া যাক এই কোম্পানিগুলোর আইপিও।


সেবির কাছে পড়েছে ৬৫টি আইপিওর প্রস্তাব
এসব আইপিও বাজার থেকে ভালো সাড়া পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া আগামী বছরও অব্যাহত থাকবে। SEBI-এর কাছে প্রায় 65টি IPO প্রস্তাব এসেছে। এর মধ্যে 25টি বাজার নিয়ন্ত্রক সেবি থেকেও অনুমোদন পেয়েছে। আইপিওতে মুনাফা হওয়া এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মূল্য রাখায় সেগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।


মেইনবোর্ডের 7 এবং 4 SME বাজারে আসবে
মেইনবোর্ডের আইপিওতে, মুথুট মাইক্রোফিন, মোতিসন জুয়েলার্স, সুরাজ এস্টেট জুয়েলার্স, হ্যাপি ফোরজিংস, আরবিজেড জুয়েলার্স, ক্রেডো ব্র্যান্ডস এবং আজাদ ইঞ্জিনিয়ারিং আগামী সপ্তাহে তাদের আইপিও চালু করবে। অন্যদিকে, এসএমই সেগমেন্টে সাহারা মেরিটাইম, ইলেকট্রো ফোর্স, শান্তি স্পিনটেক্স এবং ট্রাইডেন্ট টেকল্যাব বাজারে প্রবেশ করতে যাচ্ছে। .


মোতিসন্স জুয়েলার্স গ্রে মার্কেটে আলোড়ন তৈরি করেছে
মুথুট মাইক্রোফিনের আইপিও 18 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। কোম্পানির আইপিওর মূল্য হবে 960 কোটি টাকা। কোম্পানিটি ইস্যুটির জন্য 277 টাকা থেকে 291 টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। গত ছয় মাসে কোম্পানির আয় বেড়েছে ৭২ শতাংশ এবং মুনাফা বেড়েছে ২০৫ কোটি টাকা।


পরের নাম সুরাজ এস্টেট ডেভেলপারস। তাদের 400 কোটি টাকার আইপিও 18 থেকে 20 ডিসেম্বরের মধ্যে খোলা হবে। গত আর্থিক বছরে কোম্পানিটি 32.06 কোটি টাকা লাভ করেছে। মোটিসন জুয়েলার্সও একই তারিখে তার আইপিও লঞ্চ করবে। এই আইপিও নিয়ে গ্রে মার্কেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এর ইস্যু মূল্য 55 টাকা। তবে গ্রে মার্কেটে এর প্রিমিয়াম 100 টাকায় চলছে।


মুনাফায় চলছে সব কোম্পানি
হ্যাপি ফোরজিংসের আইপিও 19 ডিসেম্বর খুলবে। এর মাধ্যমে কোম্পানি বাজার থেকে 1009 কোটি টাকা তুলতে চায়। কোম্পানিটি প্রথমার্ধে 116 কোটি টাকা লাভ করেছে। আরবিজেড জুয়েলার্সের 100 কোটি টাকার আইপিও 19 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত খোলা হবে।


ক্রেডো ব্র্যান্ডস প্রথমবারের মতো তার আইপিও চালু করছে। এই 550 কোটি টাকার আইপিও শুধুমাত্র 19 ডিসেম্বর খুলবে। গত অর্থ বছরে কোম্পানিটি 8.5 কোটি রুপি মুনাফা অর্জন করেছে। আজাদ ইঞ্জিনিয়ারিং-এর আইপিও আসবে ২০ ডিসেম্বর। এই প্রতিষ্ঠানটিও লাভে চলছে।


এসব এসএমইকেও নজরে রাখতে হবে
সাহারা মেরিটাইমের 7 কোটি টাকার আইপিও 18 ডিসেম্বর বাজারে আসবে৷ ইলেক্ট্রো এবং শান্তি 19 ডিসেম্বর তাদের আইপিও লঞ্চ করতে চলেছে৷ ট্রাইডেন্টের আইপিও 21শে ডিসেম্বর আসতে চলেছে। এসএমই আইপিও নিয়ে বাজারে কৌতূহল রয়েছে।


Share Market: ২০২৪ সালে কোন খাতে বিনিয়োগে পাবেন লাভ, ৫ বছরের জন্য ভাবতে পারেন এই সেক্টরের স্টকগুলি