Bikaji Foods IPO: শুরুতেই দারুণ ছুট দিল বিকাজি ফুডস। লিস্টিংয়ের দিনেই ভাল মুনাফা পেল শেয়ার। ৩০০ টাকার ইস্যু মূল্যের বিনিময়ে বিকাজি ফুডস-এর শেয়ারগুলি বিএসইতে ৩২১ টাকায় তালিকাভুক্ত হয়েছে। হিসেব অনুযায়ী, আইপিওতে বিনিয়োগকারীরা ৭% প্রিমিয়ামে স্টক পেয়েছেন। এদিন বিকাজি ফুডস-এর শেয়ারগুলি NSE-তে ৩২৩ টাকায় তালিকাভুক্ত হয়েছে । যা থেকে বিনিয়োগকারীরা শেয়ারগুলিতে ভাল লাভ পেয়েছেন৷
IPO Listing: শুরুতেই ভাল লাভ
বিকাজি ফুডসের শেয়ারে বিনিয়োগকারীরা ২১ ও ২৩ টাকা শেয়ার প্রতি লাভ পেয়েছেন। কারণ এটির ইস্যু মূল্য ছিল ৩০০ টাকা। যার প্রতি শেয়ারের লিস্টিং ৩২১ ও ৩২৩ টাকায় হয়েছে৷ বিকাজি ফুডস-এর শেয়ার প্রথম ট্রেডিং সেশনে শেয়ার প্রতি ৩৩০ টাকায় উঠেছিল।
Bikaji Foods IPO: বিকাজি ফুডসের আইপিওর প্রাইস ব্যান্ড কত ছিল?
বিকাজি ফুডসের আইপিওর জন্য প্রাইস ব্যান্ড ২৮৫ থেকে ৩০০ টাকার মধ্যে রাখা হয়েছিল। কোম্পানি এই আইপিওর মাধ্যমে ৮৮১.২ কোটি টাকা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছিল। এই আইপিওর মাধ্যমে অফার ফর সেলের অধীনে ২.৯৪ কোটি শেয়ার বিক্রি হয়েছে। বিকাজি ফুডস এর ইস্যুটি সম্পূর্ণরূপে বিক্রয়ের জন্য অফার (OFS) ছিল। অর্থাৎ এতে কোনও নতুন শেয়ার বিক্রি করা হয়নি। এই ইস্যুতে প্রোমোটার ও বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করেছেন। শিব রতন আগরওয়াল ও দীপক আগরওয়াল, যারা কোম্পানির প্রধান প্রোমোটার, তাঁরা ২৫ লাখ শেয়ার বিক্রি করেছেন। কোম্পানির ইস্যু ৩ নভেম্বর খোলা হয়েছিল। ৭ নভেম্বর বন্ধ হয়েছিল এই IPO সব মিলিয়ে ৮ দিনের জন্য খোলা ছিল এই আইপিও।
Bikaji Foods IPO: বিকাজি ফুডসের আইপিওয় ভাল সাড়া
বিকাজি ফুডসের আইপিও বিনিয়োগকারীদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে। ৭ নভেম্বর আইপিওর শেষ দিন পর্যন্ত এটি ২৬.৬৭ বার সাবস্ক্রাইব হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে পাওয়া তথ্য অনুযায়ী, ২.৬ কোটি শেয়ারের পরিবর্তে ৫৫.০৪ কোটি শেয়ার বিড হয়েছিল। এই আইপিওতে কোম্পানির খুচরো বিনিয়োগকারীরা ৪.৭৭ বার সাবস্ক্রাইব করেছেন। পাশাপাশি অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ৭.১০ গুণ পর্যন্ত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ৮০.৬৩ গুণ পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়েছে।
আরও পড়ুন: Power Consuming Apps: আপনার মোবাইলে ব্যাটারির শত্রু এই অ্যাপগুলি, রইল তালিকা