Share Market Update: শেয়ার বাজারে অভিষেকেই দারুণ শুরু করল ড্রিমফোক্স সার্ভিসেস-এর আইপিও (Dreamfolks Services IPO)। প্রথম দিনেই চাহিদা ছিল তুঙ্গে। যার জেরে স্টকে আস্থা রাখলেন বিনিয়োগকারীরা। দিনের শেষে ওভার সাবস্ক্রাইব হল আইপিও (IPO)।


Dreamfolks Services IPO: মূলত, এয়ারপোর্ট সার্ভিস অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে Dreamfolks Services Ltd। কোম্পানি তিন দিনের ইনিশিয়াল পাবলিক অফার(IPO) শুরু করেছে। যেখানে প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ৩০৮-৩২৬ টাকা। আজই বাজারে সর্বসাধারণের জন্য খোলা হয়েছে আইপিও। কোম্পানির এই ইস্যু ২৬ অগাস্ট শুক্রবার বন্ধ হয়ে যাবে।


বুধবার নিলামের প্রথম দিন বিকেল ৩টে ২৫ পর্যন্ত ইস্যুটি ১.৪৫ বার ওভারসাবস্ক্রাইব করা হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের ডেটা বলছে, খুচরো বিনিয়োগকারীদের বিভাগে এই আইপিও ৬.৫৭ গুণ ওভারবুক হয়েছে। NII বিভাগে স্টক বিড করা হয়েছে ০.৬৬ গুণ। যা এই আইপিওর প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রমাণ করে। 


Share Market Update: বাজারের তথ্য বলছে, মঙ্গলবার কোম্পানি তার প্রাথমিক শেয়ার বিক্রির আগে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫৩ কোটি টাকা তুলেছে। বিএসই-র ওয়েবসাইটের বিবৃতি অনুসারে, কোম্পানি ৭.৭৬ কোটি শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য রেখেছিল। যেখানে প্রতি শেয়ারের মূল্য রাখা হয়েছিল ৩২৬ টাকা।


Dreamfolks Services IPO সম্পূর্ণরূপে প্রোমোটার লিবারথা পিটার কাল্লাট, দীনেশ নাগপাল ও মুকেশ যাদবের ১.৭২ কোটি পর্যন্ত ইক্যুইটি শেয়ারের একটি অফার ফর সেল (OFS)৷ পাবলিক ইস্যু কোম্পানির পেইড-আপ ইক্যুইটি শেয়ার মূলধনের ৩৩ শতাংশ পোস্ট অফার গঠন করবে।


বাজার পর্যবেক্ষকদের মতে, ড্রিমফোক্স সার্ভিসের শেয়ার আজ গ্রে মার্কেটে ৬২ টাকার প্রিমিয়ামে (GMP) পাওয়া যাচ্ছে। কোম্পানির শেয়ারগুলি ৬ সেপ্টেম্বর, ২০২২ মঙ্গলবার BSE ও NSE-তে তালিকাভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।


Stock Market Update : কোম্পানির এই পারফরম্যান্স নিয়ে আগে থেকেই আশাবাদী ছিল 'জয়নাম ব্রোকিং'। আইপিও নোটে আগেই তারা বলেছে, “আমরা নিম্নলিখিত মানদন্ডের উপর এই আইপিওতে সাবস্ক্রাইব করার পরামর্শ দিয়েছি। কোম্পানিটি যে লাভজনক সংস্থা, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কোনও ঋণ ছাড়াই এটি একটি লাভজনক কোম্পানি। ট্র্যাভেলিং ইন্ডাস্ট্রি মহামারীর পরে ক্ষত ভরতে ব্যস্ত। মনে রাখতে হবে, এই কোম্পানির কোনও প্রাইভেট ইক্যুইটি নেই। যেটা চিন্তার তা হল, এটি একটি 'হাই ভ্যালুয়েশনের' কোম্পানির। এটি এই কোম্পানির ক্ষেত্রে একমাত্র উদ্বেগের বিষয়। তবে এই বিভাগে কোম্পানির কোনও প্রতিযোগী নেই। মূল কথা বলতে গেলে, ভারতে কোম্পানির কোনও সমকক্ষ সংস্থা নেই। কেবল চিন ও ব্রিটেনে এর প্রতিযোগী সংস্থা রয়েছে।'' 


DreamFolks আসলে যাত্রীদের জন্য একটি উন্নত বিমানবন্দরের অভিজ্ঞতা দিয়ে থাকে। এর প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে কোম্পানি বিমনাবন্দর সম্পর্কিত পরিষেবা যেমন লাউঞ্জ, খাদ্য-পানীয়, স্পা, বিমানবন্দর থেকে স্থানান্তর, ট্রানজিট হোটেল বা ন্যাপ রুম অ্যাক্সেস ও ব্যাগেজ স্থানান্তরের মতো পরিষেবাগুলি দেয় গ্রাহকদের।


আরও পড়ুন : ১০০০ টাকা জরিমানা দিতে হবে এই পদ্ধতি মেনে , তবে জুড়বে প্যানের সঙ্গে আধার কার্ড