Swiggy IPO: জ্যোমাটো নাম লিখিয়েছে আগেই। এবার বাজারে আইপিও নিয়ে আসতে চলেছে ফুড ডেলিভারি প্লাটফর্ম সুইগি(Swiggy IPO)। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই বাজার থেকে বিপুল অঙ্কের টাকা তুলবে এই সংস্থা।


Share market Update: শোনা যাচ্ছে, সফটব্যাঙ্ক গ্রুপ সমর্থিত এই খাবার সরবরাহকারী সংস্থা আগামী বছরের শুরুর দিকেই আইপিও নিয়ে আসবে। দালাল স্ট্রিট থেকে আইপিওতে কমপক্ষে $800 মিলিয়ন সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে কোম্পানি। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করেছে Nikkei।


Swiggy IPO: রিপোর্ট বলছে, আগামী দিনে কোম্পানি চালাতে সুইগি বোর্ডে স্বাধীন পরিচালক মণ্ডলী নিয়োগ করতে শুরু করেছে কোম্পানি। তবে কেবল খাবার সরবরাহকারী অ্যাপ হিসাবে নিজেদের পরিচয় দেবে না কোম্পানি। ফুড ডেলিভারির পাশাপাশি নিজেদের লজিস্টিক কোম্পানি হিসাবে তুলে ধরার চেষ্টা করছে সুইগি। এই বিষয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। যদিও এখনও এই নিয়ে কোনও উত্তর দেয়নি কোম্পানি।


দালাল স্ট্রিটের সাম্প্রতিক অতীত বলেছে, এই বাজারে নাম লিখিয়েছে সুইগির  প্রতিদ্বন্দ্বী Zomato লিমিটেড। যেটি গত বছর একটি দুর্দান্ত বাজারের আত্মপ্রকাশ দেখলেও সময়ের সঙ্গে সঙ্গে বাজারে বেশ লড়াই করছে। এই কোম্পানিহর তৃতীয় ত্রৈমাসিকে অর্ডার মূল্য বৃদ্ধি হলেও বিনিয়োগকারীদের জন্য বিশেষ কোনও ভাল খবর শোনাতে পারেনি। দেশে গত ২ বছর ধরে মহামারী চলাকালীন খাদ্য ও মুদি সরবরাহের চাহিদা বেড়েছে। সেই কারণে সুইগি, জোম্যাটোর মতো কোম্পানিগুলির এখন রমরমা।


Stock market Update: এদিকে আশার পরিবর্তে বেড়েই চলেছে আশঙ্কার প্রহর। ক্রমশ আরও জটিল হয়ে উঠছে বাজারের পরিস্থিতি। মঙ্গলবার একেবারে তলানি থেকে শুরু করে দালাল স্ট্রিট। শেয়ার বাজার সবার জন্য খোলার আগেই নিফটি ১৬,৮০০-র অনেক নিচে চলে যায়। যদিও পরে বাজার খুলতেই দ্রুত ১০০ পয়েন্ট বেড়ে ১৬,৯০০-র ঘরে চলে আসে নিফটি।


Share Market Today: মঙ্গলে কেমন ছিল বাজার ?
এদিন সকাল থেকেই লালে ছিল নিফটি, সেনসেক্স। শেষবেলায় এইচডিএফসি, মহিন্দ্রা, ইনফোসিস, কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ সবুজে চলে আসায় কিছুটা স্বস্তি পান বিনিয়োগকারীরা। রাশিয়া-ইউক্রেনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব অস্থিরতা তৈরি করেছে বাজারে।