LIC IPO Update: আগামী ১১ মার্চ আসতে পারে LIC IPO। অ্যাঙ্কর ইনভেস্টারদের জন্য এই দিন পাওয়া যাবে আইপিও।  বাকি বিনিয়োগকারীদের জন্য ১১ মার্চের পরে খোলা হবে আইপিও।


LIC IPO: মিডিয়া রিপোর্ট বলছে, মার্চের প্রথম সপ্তাহে SEBI-র অনুমোদন পাবে রাষ্ট্রায়ত্ত সংস্থার এই আইপিও। তারপরেই বাজারে আসতে চলেছে এর ইস্যু। LIC IPO-র মাধ্যমে ৮ বিলিয়ন ডলার অর্থাৎ 65,400 কোটি টাকা তুলতে পারে সরকার। সূত্রের খবর, এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ২০০০ থেকে ২১০০ টাকা নির্ধারণ করা হতে পারে৷


মনে করা হচ্ছে, ১.৫৮ কোটি শেয়ার কর্মীদের জন্য সংরক্ষিত রাখবে LIC। যা তাদের প্রতি শেয়ার 1890 টাকা হারে 10 শতাংশ ছাড়ে দেওয়া হবে। এ ছাড়াও পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার ১০ শতাংশ ছাড় সহ ১৮৯০ টাকায় দেওয়া হবে৷


LIC IPO Update: সরকার LIC-এর IPO আনতে SEBI-এর কাছে ইতিমধ্যেই একটি খসড়া কাগজ জমা দিয়েছে। সেই কাগজ এখন SEBI-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইপিও চালুর তারিখ, প্রাইস ব্যান্ড সরকার প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে,  সেবি আগামী দু-সপ্তাহের মধ্যে আইপিও অনুমোদন করবে। তারপরে আইপিও আনার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পাশাপাশি প্রাইস ব্যান্ডও প্রকাশ করবে কোম্পানি। সরকার এলআইসি আইপিও-র বড় প্রস্তুতি নিচ্ছে। আইপিওতে বিনিয়োগের জন্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।


LIC-এর পাবলিক ইস্যুতে, রিজার্ভ কোটার অধীনে শেয়ার পেতে পলিসির সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২ রাখা হয়েছে। এই তারিখের মধ্যে পলিসি হোল্ডারদের পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করাতে হবে বলে খবর।