Global Health IPO: শেয়ার বাজারে লিস্টিংয়ের দিনেই ১৯ শতাংশ প্রিমিয়ামে পৌঁছে গেল মেদান্ত হসপিটাল চেইন পরিচালনাকারী সংস্থা গ্লোবাল হেলথ লিমিটেড।  আজ শেয়ার বাজারে দুর্দান্ত শুরু করেছে কোম্পানি। গ্লোবাল হেলথের শেয়ারগুলি আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE)-তে ৪০১ টাকায় তালিকাভুক্ত হয়েছে। যখন এর আইপিওর ইস্যু মূল্য ছিল ৩৩৬ টাকা। অর্থাৎ, এই শেয়ারগুলি ১৯.৩৫ শতাংশ প্রিমিয়ামে বাজারে তালিকাভুক্ত হয়েছে।


IPO Listing: বিএসইতেও দারুণ লিস্টিং গ্লোবাল হেলথ শেয়ারের 
বিএসইতে গ্লোবাল হেলথের প্রতি শেয়ার ৩৯৮.১৫ টাকায় অর্থাৎ স্টকটি ৩৩৬ টাকার ইস্যু মূল্য থেকে ১৮.৫ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে। এদিন শুরুর দিকেই লেনদেনে শেয়ার বেড়ে যায়। গ্লোবাল হেলথের শেয়ারগুলি প্রাথমিক ট্রেডিংয়ে তাদের তালিকার মূল্যের উপরে সামান্য বেড়েছে। লেনদেনের প্রথম ৩০ মিনিটে BSE তে ৪০৯ টাকা ও NSEতে ৪১০ টাকা স্পর্শ করেছে৷


Global Health IPO: গ্লোবাল হেলথ আইপিও কততে খোলে
গ্লোবাল হেলথের আইপিও গত ৩ নভেম্বর খুলেছিল। ৭ নভেম্বর পর্যন্ত চলে এর সাবস্ক্রিপশন। গ্লোবাল হেলথ আইপিও-র মাধ্যমে কোম্পানিটি ৫০০ কোটি টাকার শেয়ার ইস্যু করেছিল। এর সঙ্গে অফার ফর সেলের মাধ্যমে ১৭০৬ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে।


IPO Listing: কোম্পানির বাকি বিষয়ে জেনে নিন
গ্লোবাল হেলথ কোম্পানি সারা দেশের অনেক শহরে মেদান্ত হাসপাতাল খুলেছে, যেখানে বিভিন্ন রোগের জন্য বিশ্বমানের সুবিধা পাওয়া যায়। মেদান্ত ব্র্যান্ডের অধীনে গুরুগ্রাম, ইন্দোর, রাঁচি, লখনউ ও পটনায় হাসপাতাল রয়েছে। বিখ্যাত কার্ডিও সার্জন ডাঃ নরেশ ত্রেহান মেদান্ত ব্র্যান্ডের নামে ২০০৪ সালে হাসপাতাল চেইন শুরু করেন। বিশ্বের শীর্ষস্থানীয় প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগকারীরা কার্লাইল ও টেমাসেক হোল্ডিংস সহ গ্লোবাল হেলথ কোম্পানিতে বিনিয়োগ করেছেন।


Bikaji Foods IPO: তবে শুধু গ্লোবাল হেলথ নয়, আজই বাজারে লিস্টিং হয়েছে বিকাজি ফুডসের। এদিন শুরুতেই দারুণ ছুট দিল বিকাজি ফুডস। লিস্টিংয়ের দিনেই ভাল মুনাফা পেল শেয়ার। ৩০০ টাকার ইস্যু মূল্যের বিনিময়ে বিকাজি ফুডস-এর শেয়ারগুলি বিএসইতে ৩২১ টাকায় তালিকাভুক্ত হয়েছে। হিসেব অনুযায়ী, আইপিওতে বিনিয়োগকারীরা  ৭% প্রিমিয়ামে স্টক পেয়েছেন। এদিন বিকাজি ফুডস-এর শেয়ারগুলি NSE-তে ৩২৩ টাকায় তালিকাভুক্ত হয়েছে । যা থেকে বিনিয়োগকারীরা শেয়ারগুলিতে ভাল লাভ পেয়েছেন৷


IPO Listing: শুরুতেই ভাল লাভ
বিকাজি ফুডসের শেয়ারে বিনিয়োগকারীরা ২১ ও ২৩  টাকা শেয়ার প্রতি লাভ পেয়েছেন। কারণ এটির ইস্যু মূল্য ছিল ৩০০ টাকা। যার  প্রতি শেয়ারের লিস্টিং ৩২১ ও ৩২৩ টাকায় হয়েছে৷ বিকাজি ফুডস-এর শেয়ার প্রথম ট্রেডিং সেশনে শেয়ার প্রতি ৩৩০ টাকায় উঠেছিল।