নয়াদিল্লি: দীপাবলির পরে লঞ্চ হতে পারে Paytm-এর Intial Public Offering (IPO)। সূত্রের খবর, ৮ নভেম্বর শুরু হতে পারে Paytm-এর IPO। যা ১০ নভেম্বর পর্যন্ত খোলা থাকতে পারে। আশা করা হচ্ছে, Paytm IPO-র প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ২০৮০-২১৫০ টাকা হবে।


রিপোর্ট বলছে,Paytm-এর IPO-র আকার এবার আরও বড় হতে চলেছে। আগে শোনা যাচ্ছিল, কোম্পানি ১৬,৬০০ কোটি টাকার আইপিও ইস্যু করবে। তবে এবার ১৮,৩০০ কোটি টাকার আইপিও নিয়ে আসবে এই কোম্পানি। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI ইতিমধ্যেই Paytm-কে IPO চালু করার অনুমোদন দিয়েছে।


সবচেয়ে বড় IPO-র পথে Paytm
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এবার সেই দিনের অপেক্ষায় রয়েছে শেয়ার বাজার। আগামী ৮ নভেম্বর Paytm-এর IPO আসতে পারে বাজারে। পরিসংখ্যান বলছে, ২০১০ সালে কোল ইন্ডিয়ার ১৫,২০০ কোটি টাকার আইপিওর পরে এটি হবে দেশের সবচেয়ে বড় আইপিও। এই আইপিও থেকে Paytm ২০ থেকে ২২ বিলিয়ন ডলার আশা করছে। Paytm তার ড্রাফট প্রসপেক্টাসে বলেছে, যে কোম্পানি একই সংখ্যক নতুন ও পুরোনো শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে, ৩ নভেম্বর অ্যাঙ্কর প্লেসমেন্ট করবে কোম্পানি।


১৮,৩০০ কোটি টাকার IPO আনছে Paytm
খসড়া IPO অনুযায়ী, কোম্পানি বাজার থেকে ১৮,৩০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। এই প্রোগ্রামে নতুন ইকুইটি শেয়ার ছাড়বে কোম্পানি। যা বিক্রির জন্য সবার কাছে আহ্বান জানানো হবে। এতে আইপিওর প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান কার্যনির্বাহী চেয়ারম্যান (সিইও) বিজয় শেখর শর্মা ও আলিবাবা গ্রুপ কোম্পানিগুলিও প্রস্তাবিত সেল অফারে তাদের কিছু অংশ বিক্রি করবে। নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মানতে এই সেলে আলিবাবা গ্রুপ ফার্ম অ্যান্টফিন (নেদারল্যান্ডস) হোল্ডিংয়ের কাছে ৫ শতাংশ শেয়ার বিক্রি করতে পারে। তাদের অংশীদারিত্ব ২৫ শতাংশে কমাতেই এই কাজ করতে পারেন আলিবাবা।