IPO Market: ইঞ্জিনিয়ারিং এবং কনট্র্যাক্টরস সেক্টরের সঙ্গে যুক্ত SRM Contractors –এর আইপিও আজই অ্যালটমেন্ট হবে। তাঁর আগেই প্রায় ৮৭ গুণ সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে। বিনিয়োগকারীদের থেকে বিপুল সাড়া মিলেছে। অ্যালটমেন্টের আগে কত দাম যাচ্ছে গ্রে মার্কেটে ?


কত সাবস্ক্রিপশন এসেছে


২৮ মার্চ ছিল এই আইপিওতে বিড করার শেষ দিন। প্রচুর বিনিয়োগ এসেছে এই আইপিওতে এবং দেখা গিয়েছে ৮৬.৫৭ গুণ সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে। আর এই আইপিওর মাধ্যমে বাজারে SRM Contractors ৪৩.৪০ লক্ষ আইপিও নিয়ে এসেছে। বিনিয়োগকারীরা ৩৭.৫৭ কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন এই আইপিওতে। খুচরো বিনিয়োগকারীরা এই আইপিও সাবস্ক্রাইব করেছেন ৪৬.৯৭ গুণ, প্রাতিষ্ঠানিক ক্রেতারা সাবস্ক্রাইব করেছেন ৫৯.৫৯ গুণ আর অ-প্রাতিষ্ঠানিক ক্রেতারা সাবস্ক্রাইব করেছেন ২১৪.৯৪ গুণ।


কবে হবে লিস্টিং ?


আগামী ৩ এপ্রিল হবে SRM Contranctors-এর লিস্টিং। এই সংস্থার ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আর খুচরো বিনিয়োগকারীদের জন্য রয়েছে মাত্র ৩৫ শতাংশ শেয়ার। বাজার থেকে এই আইপিওর মাধ্যমে সংস্থা মোট ১৩০.২০ কোটি টাকা তুলতে চাইছে। আর এই জন্য ৬২ লক্ষ নতুন শেয়ার ইস্যু করেছে SRM Contractors। ১ এপ্রিল হবে এই আইপিওর অ্যালটমেন্ট। অর্থাৎ এই দিনেই নিজেদের ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। তারপর বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে এই শেয়ার।


কত যাচ্ছে SRM Contractors-এর GMP ?


এই আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে সংস্থা মূলত ওয়ার্কিং ক্যাপটাল মজুত রাখবে, ঋণ পরিশোধ করবে, কর্পোরেট খাতে খরচ করবে। আজ শনিবার ৩০ মার্চ এই সংস্থা গ্রে মার্কেটে দাম চলছে ১১০ টাকা। মনে করা হচ্ছে ৫০ শতাংশ মুনাফা নিয়ে হবে এর লিস্টিং। বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে পারে এই আইপিও। 


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Midcap Stocks: ১ বছরে ২০০ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা, এই ৫ মিডক্যাপ স্টক দেখেছেন ?