IIFC: ২০২৩ সাল থেকেই ভারতের বাজারে একের পর এক আইপিও এসেই যাচ্ছে। বেশ কিছু সংস্থার আইপিওতে ভাল মুনাফাও করেছেন বিনিয়োগকারীরা। তবে কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার আইপিও এলে বাজারে তোলপাড় শুরু হয়ে যায়। অনেক বিনিয়োগকারীই এই সরকারি সংস্থার আইপিওর (Upcoming IPO) জন্য অপেক্ষা করে থাকেন। এর আগে ২০২২ সালে এলআইসি সংস্থা প্রায় ২১ হাজার কোটি টাকার আইপিও এনেছিল বাজারে। তারপর এত বড় সাইজের আইপিও (IIFC IPO) আসেনি আর বাজারে। তবে এবার জানা গিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা IIFC আইপিও আনার তোড়জোড় শুরু করেছে। জানা গিয়েছে, এই বছরের শেষদিকেই আইপিও আনবে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি।
আইপিও আনবে IIFC
ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পিআর জয়শঙ্কর জানান, আইপিও আনার জন্য সংস্থা খুবই ব্যস্ত রয়েছে। এই বছর শেষ দিকেই সম্ভবত বাজারে আইপিও আনবে এই সংস্থা। তিনি স্পষ্টই জানান যে ভারতের শেয়ার বাজারে (IIFC IPO) তালিকাভুক্ত হওয়ার জন্য সবরকম চেষ্টা করছে এই সংস্থা। এখন সংস্থার আর্থিক অবস্থা খুবই শক্তপোক্ত জায়গায় আছে। খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে সংস্থার পারফরম্যান্স। এটাই আইপিও (Upcoming IPO) আনার সেরা সময়। ২০০৬ সালে স্থাপিত হয়েছিল এই IIFC সংস্থা। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলিতে আর্থিক সহায়তা দেওয়ার জন্যেই মূলত এই সংস্থা স্থাপিত হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে কী প্রভাব পড়বে সংস্থার উপর
ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের যে নয়া নির্দেশিকা প্রকাশ পেয়েছে তাতে IIFC সংস্থার কোনও প্রভাব পড়বে না ব্যবসায়। এমডি জয়শঙ্কর জানিয়েছেন যে এখন কোনও প্রজেক্টই এই কারণে বিঘ্নিত হবে না। তবে সংস্থার পক্ষ থেকে তিনি জানান যে রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন নির্দেশিকার ড্রাফট কী হয়েছে তা দেখতে হবে। এই নতুন নিয়মগুলি নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্কে এর আগেই জানিয়েছিল যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসের আর্থিক সহায়তার বিষয়ে আরও কড়া নিয়ম জারি করা হবে। ফলে দায়িত্ব আরও বাড়বে ফিনান্সিং সংস্থাগুলির। প্রজেক্টের স্ট্যাটাস এই সংস্থাগুলিকে নিয়মিত যাচাই করতে হবে। কোনও দেরি হবার সম্ভাবনা থাকলে দ্রুত পদক্ষেপ করতে হবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Medicine Price: দাম কমছে ওষুধের? স্বস্তি পাবেন ডায়াবেটিস, হার্ট, সুগারের রোগীরা