Stock Market News: বহুদিন পর দেশীয় বাজারে নতুন আইপিও (Upcoming IPO) আনতে চলেছে ভারতের সবথেকে বড় অটোমোবাইল কোম্পানি হিরো মোটোকর্প (Hero Fincorp IPO)। তবে হিরো মোটোকর্পের আইপিও নয়, এবারে আসছে এর সহযোগী সংস্থা হিরো ফিনকর্পের আইপিও। হিরো গ্রুপের দ্বিতীয় আইপিও হতে চলেছে হিরো ফিনকর্পের ইস্যুটি। হিরো ফিনকর্প ভারতের মধ্যে সবথেকে বড় NBFC সংস্থা হিসেবে পরিচিত।


আগামী মাসেই জমা পড়বে খসড়া


সংবাদসূত্রে জানা গিয়েছে, হিরো মোটোকর্পের (Hero Fincorp IPO) আইপিও আনার প্রস্তুতি চলছে জোরকদমে। আর এই আইপিওর জন্য DHRP বা খসড়াও জমা হবে আগামী মাসেই। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে খসড়া জমা দেবে হিরো। এই সপ্তাহেই বুধবার ২৯ মে হিরো ফিনকর্পের বোর্ডের পক্ষ থেকে আইপিও আনার কথা জানানো হয়। জানা গিয়েছে, হিরো ফিনকর্প ৫ হাজার কোটি টাকার আইপিও আনতে চলেছে।


কত বড় হবে আইপিওর সাইজ


মূলত একটি নন ব্যাঙ্কিং ফিনান্স পরিষেবা সংস্থা এই হিরো ফিনকর্প (Hero Fincorp IPO)। যানবাহন কেনার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে এই সংস্থা। এর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ঋণ ও ব্যবসায়িক ঋণও দিয়ে থাকে হিরো ফিনকর্প। জানা গিয়েছে আইপিও আনার মাধ্যমে বাজার থেকে ৫৩০০ থেকে ৫৫০০ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা।


নতুন ইস্যু এবং অফার ফর সেলের হিসেব


৫৫০০ কোটি টাকা মূল্যের এই হিরো ফিনকর্পের (Hero Fincorp IPO) আইপিওতে নতুন ইস্যুর সঙ্গে সঙ্গে কিছু অফার ফর সেলের ইস্যুও থাকবে বলে জানা গিয়েছে। ৪ হাজার কোটি টাকার নতুন শেয়ার থাকবে এই আইপিওতে এবং তাঁর সঙ্গে ১৫০০ কোটি টাকা পর্যন্ত শেয়ার অফার ফর সেলে বিক্রি হতে পারে বলে জানা গিয়েছে।


মুখ্য শেয়ার হোল্ডার কারা


হিরো ফিনকর্প সংস্থার মুখ্য শেয়ারহোল্ডারদের মধ্যে আছে হিরো মোটোকর্প আইসিআইসিআই সিকিউরিটিজ, ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ, জেফারিজ, জেএম ফিনান্সিয়াল, এইচএসবিসি সিকিউরিটিজ, এসবিআই ক্যাপিটাল, এইচডিএফসি ব্যাঙ্ক। বর্তমানে এই সংস্থায় সবথেকে বেশি অর্থাৎ ৪১ শতাংশ স্টেক আছে হিরো মোটোকর্পের।


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: NSE: বাজারে এল নতুন সূচক, EV নির্মাতা সংস্থাগুলির বড় সাফল্য ! কী সুযোগ বিনিয়োগকারীদের ?