Sanstar IPO: মূলত খাবার, পশুদের এবং ইন্ডাস্ট্রিতে ব্যবহারযোগ্য বিশেষ পণ্য উৎপাদন করে এই স্যানস্টার সংস্থা। এবারে এই সংস্থা বাজারে আইপিও আনতে চলেছে। এর জন্য বাজার থেকে ৫০০ কোটি টাকা তুলতে চলেছে এই সংস্থা। আগামী ১৯ জুলাই বাজারে আসবে স্যানস্টার সংস্থার (Sanstar IPO) ৫১০.১৫ কোটির আইপিও। ১৯ জুলাই থেকে শুরু হবে এর সাবস্ক্রিপশন এবং চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই আইপিওর প্রাইসব্যান্ড নির্ধারণ (IPO Alert) করা হয়েছে ৯০ টাকা থেকে ৯৫ টাকা। এই আইপিওতে নতুন ইস্যুর সঙ্গে সঙ্গে অফার ফর সেলেও বিক্রি হবে কিছু শেয়ার।
সংস্থার মালিকেরা শেয়ার বিক্রি করছেন
সেবির কাছে যে সমস্ত নথি জমা করেছে এই সংস্থা, তাঁর মধ্যে জানা যাচ্ছে যে এই আইপিওতে ৩৯৭.১০ কোটি টাকার নতুন শেয়ার ছাড়া হবে এবং অফার ফর সেলের অধীনে ছাড়া হয়েছে ১১ কোটি ৯ লক্ষ শেয়ার। এই আইপিওর মাধ্যমে রানি গৌতম চাঁদ চৌধুরী ৩৮ লক্ষ শেয়ার বিক্রি করবে। রিচা সাম্ভব চৌধুরী ও শমীক্ষা শ্রেয়াংশ চৌধুরী এখন ৩৩ লক্ষ শেয়ার বিক্রি করবেন। গৌতম চাঁদ শোহনলাল চৌধুরী, শ্রেয়াংশ চৌধুরী তাদের ৫ লক্ষ শেয়ার বিক্রি করবেন এই অফার ফর সেলের মাধ্যমে।
সংস্থার উৎপাদনকেন্দ্র বাড়ানো ও ঋণ পরিশোধের চিন্তা
এই সংস্থা তাঁর আইপিওর মধ্যে ৫০ শতাংশ শেয়ার সংরক্ষণ করে রেখেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৩৫ শতাংশ শেয়ার এবং বাকি ১৫ শতাংশ শেয়ার রাখা হয়েছে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। এছাড়া ১৫৩ কোটি টাকার শেয়ার এখন অ্যাঙ্কর বুকে রাখা হয়েছে। ১৮ জুলাই এই অ্যাঙ্কর বুক খোলা হবে। ধুলের কারখানা সম্প্রসারণের জন্য এই সংস্থা ১৮১.৬ কোটি টাকা ব্যবহার করবে। ১০০ কোটি টাকা সংগ্রহ হলে ঋণ পরিশোধ করবে সংস্থা। সংস্থার এখন ১৬৪.২৩ কোটি টাকার ঋণ রয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Multibagger Stock: ৪ বছরেই ৬৪০০ শতাংশ রিটার্ন এই পেনিস্টকে, আরও বাড়বে দাম ?