Slone Infosystems IPO: এই সপ্তাহেই বাজারে আসছে আইটি সেক্টরের এই সংস্থার একটি নতুন আইপিও। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে আইপিওর প্রাইসব্যান্ড জানানো হয়েছে। আগামী ৩ মে বাজারে আসবে এই আইপিও। বিনিয়োগকারীরা বিড করতে চাইলে জেনে নিন এই আইপিওর প্রাইসব্যান্ড সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।


Slone Infosystems IPO-এর আইপিওর ক্ষেত্রে ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৭৯ টাকা। এটা স্থির প্রাইসব্যান্ড, কোনও আপার লিমিট বা লোয়ার লিমিট রাখা হয়নি। শুক্রবার ৩ মে চালু হবে এই আইপিওর সাবস্ক্রিপশন, চলবে আগামী মঙ্গলবার ৭ মে পর্যন্ত। Slone Infosystems IPO-র একটি লটে একত্রে থাকছে ১৬০০টি শেয়ার। ফলে যে বিনিয়োগকারী এই আইপিওতে বিড করবেন তাঁকে একত্রে এই সংস্থার ১৬০০ শেয়ার কিনতে হবে। এর বেশি কিনতে চাইলে ১৬০০-এর গুণিতকে কিনতে হবে বিনিয়োগকারীদের। ৭৯ টাকা প্রাইসব্যান্ডের এই আইপিওর ইস্যু প্রাইস রাখা হয়েছে এর ফেসভ্যালুর ৭.৯ গুণ।


মূলত Slone Infosystems সংস্থা একটি আইটি হার্ডওয়্যার সলিউশন কোম্পানি যারা এই দেশের মধ্যে এবং বাইরেও আইটি সরঞ্জাম বিক্রি ও ভাড়া দিয়ে থাকে এবং দেশের মধ্যে আইটি সলিউশন পরিষেবাও দিয়ে থাকে। ক্লাউড সার্ভার ম্যানেজিং পরিষেবাও দিয়ে থাকে এই সংস্থা। ল্যাপটপ, ডেস্কটপ, ওয়ার্কস্টেশন, সার্ভার সবকিছু সরবরাহ করা, বিক্রি করা বা ভাড়া দেওয়ার কাজ এই সংস্থার।


২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে এই সংস্থার কর ব্যতীত আয়ের পরিমাণ হয়েছে ৯৪.৮৮ শতাংশ যেখানে এই সংস্থার রেভিনিউ বেড়েছে ১৫.৭৩ শতাংশ। Slone Infosystems IPO-র মোট মূল্য হতে চলেছে ১১.০৬ কোটি টাকা। অর্থাৎ আইপিও বাজারে আনার মাধ্যমে এই সংস্থা ১১.০৬ কোটি টাকা তুলতে চাইছে। ১০ টাকা ফেসভ্যালুর ১ কোটি ৪ লক্ষ শেয়ার ছাড়বে এই সংস্থা। আর আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের সাহায্যে সংস্থা কর্পোরেট ব্যয়, ঋণ পরিশোধের কাজ করবে এবং কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির খরচ জোগাবে।


আগামী ৮ মে অ্যালটমেন্ট পাওয়া যাবে এই আইপিওর, ৯ মে রিফান্ড পাবেন বিনিয়োগকারীরা এবং একইদিনে ডিম্যাট অ্যাকাউন্টেও শেয়ার পাবেন তাঁরা। ১০ মে বাজারে তালিকাভুক্ত হবে এই শেয়ার। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার শেয়ার গ্রে মার্কেটে ট্রেড করছে ৩০ টাকা প্রিমিয়ামে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: GST Revenue Collection: একমাসে ২.১০ লক্ষ কোটির মাইলফলক পার, GST বাবদ আয়ে সর্বকালীন রেকর্ড কেন্দ্রের