Petrol Diesel Price: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran-Israel War) ফল পড়তে পারে ভারতে। যার জেরে দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। কিছু মহলের দাবি, এই যুদ্ধের ফলে অপরিশোধিত তেল (Crude Oil) পাওয়া নিয়েও সমস্যা হতে পারে ভারতের। যা নিয়ে এবার মুখ খুললেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি।


এই নিয়ে কী বলেছেন মন্ত্রী
মঙ্গলবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে মুখ খোলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি বলেন, আতঙ্কের দরকার নেই, বিশ্বে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের সম্ভাব্য পরিস্থি সম্পর্কে ভার ত ওয়াকিবহাল। যেকোনও তেল সরবরাহের সমস্যা হলে ভারত তা কাটিয়ে উঠতে সক্ষম। মাত্র এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক তেলের দাম ব্যারেল প্রতি USD 79 এর কাছাকাছি পৌঁছেছে, কারণ বাজার 1 অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে কিনা তা দেখার জন্য বাজার অপেক্ষা করেছিল।


বিশ্বে তেল আমদানির ক্ষেত্রে কততে রয়েছে ভারত
পরিসংখ্যান বলছে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং উপভোক্তা দেশ। তার অপরিশোধিত তেলের চাহিদা মেটাতে 85% এরও বেশি আমদানির উপর নির্ভরশীল। তবে এই পরিস্থিতি "নিয়ন্ত্রণযোগ্য"। এই নিয়ে চিন্তার দরকার নেই। এফটি-র এনার্জি ট্রানজিশন সামিট ইন্ডিয়াতে মন্ত্রী বলেন, "বাজারে পর্যাপ্ত পরিমাণের বেশি তেল আসছে।"


কী কারণে এই পরিস্থিতি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মনে করা হচ্ছে, ইজরায়েল ইরানে তেল বা পারমাণবিক শক্তি উৎপন্নকারী স্থানকে নিশানা করতে পারে। তেহরান ইজরায়েলের উপর সরাসরি আক্রমণ বা হরমুজ প্রণালী বন্ধ করে এর জবাব দিতে পারে।  বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ট্রানজিট পয়েন্ট এই প্রণালী। এটি বন্ধ হয়ে গেলে অনেকটা ঘুরে বিভিন্ন দেশে তেল সরবরাহ করতে হবে দেশগুলিকে। সেই ক্ষেত্রে তেলের দাম আরও বেড়ে যাবে।


কেন এই প্রণালী গুরুত্বপূর্ণ 
ওমান ও ইরানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। বিশ্বের তেলের এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহীর সব প্রধান তেল উৎপাদনকারী দেশ থেকে তেল রপ্তানি করা হয় এই প্রণালী দিয়ে। শুধুমাত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অপারেটিং পাইপলাইন রয়েছে, যা হরমুজ প্রণালীকে অতিক্রম করতে পারে।


Multibagger Stock: এক লাখ থেকে ১ কোটি, সাড়ে ৬ টাকার স্টক আজ ৬৮০ টাকায়